Birbhum coal mine incident: বীরভূমে কয়লাখনি বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা রাজ্যের

Last Updated:

Birbhum Coal Mine blast: বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ নিয়ে নিহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করল রাজ্য। নিহতদের প্রতিটি পরিবারকে মোট ৩২ লাখ টাকা দেওয়া হবে।

বীরভূম কাণ্ডে ক্ষতিপূরণ।
বীরভূম কাণ্ডে ক্ষতিপূরণ।
বীরভূম: বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ নিয়ে নিহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করল রাজ্য। নিহতদের প্রতিটি পরিবারকে মোট ৩২ লাখ টাকা দেওয়া হবে।
যেই সংস্থার কয়লাখনি ছিল সেই সংস্থার তরফে আইনমাফিক পরিবারপিছু ৩০ লাখ টাকা করে ক্ষতিপূর্ণ দেওয়া হবে বলে জানালেন মুখ্যসচিব। সেই সঙ্গে পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি, সরকারের তরফে মৃতদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার ।
advertisement
advertisement
ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনা বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৭ জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এই কয়লাখনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লাখনি। তাই সরকারি কয়লাখনিতে কীভাবে এই দুর্ঘটনা ঘটল? বীরভূম জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্টও দিতে বলে নবান্ন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum coal mine incident: বীরভূমে কয়লাখনি বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা রাজ্যের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement