North 24 Parganas News: বিসর্জনে আক্রান্ত সরকারি কর্মচারী, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার! কী ঘটল গোবরডাঙ্গায়?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
North 24 Parganas News: জানা গিয়েছে, আক্রান্ত ও অভিযুক্তরা প্রত্যেকেই যুব সংঘ ক্লাবের সদস্য। ক্লাবের তরফে শুক্রবার প্রতিমা নিরঞ্জন হবে বলে গোবরডাঙা থানাকে জানিয়ে দেওয়া হয়। অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ আরও কয়েকজন যুবক প্রতিমা নিরঞ্জনে বাধা দেয়।
গোবরডাঙ্গা: প্রতীমা বিসর্জনকে কেন্দ্র করে মারধর সরকারি কর্মচারীকে। মাথা ফাটিয়ে ধৃত সিভিক ভলেন্টিয়ার। পলাতক আরও চার অভিযুক্ত। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম কৃষ্ণনগর ঘোষপাড়া এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম ধনঞ্জয় ঘোষ। তিনি বসিরহাট সংশোধনাগারে সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত রয়েছেন।
জানা গিয়েছে, আক্রান্ত ও অভিযুক্তরা প্রত্যেকেই যুব সংঘ ক্লাবের সদস্য। ক্লাবের তরফে শুক্রবার প্রতিমা নিরঞ্জন হবে বলে গোবরডাঙা থানাকে জানিয়ে দেওয়া হয়। অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ আরও কয়েকজন যুবক প্রতিমা নিরঞ্জনে বাধা দেয়। এ নিয়ে বচসা চলাকালীন অভিযুক্তরা ধনঞ্জয়ের মাথায় ভারী কাঠ দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। তাঁর চিকিৎসার জন্য ভর্তি করা হয় মছলন্দপুর গ্রামীণ হাসপাতালে।
advertisement
ঘটনায় শনিবার গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ রূপক ঘোষ নামে গোবরডাঙ্গা থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে। ঘটনায় বাকি চার অভিযুক্ত পলাতক। ধৃতকে আজ তোলা হবে বারাসত আদালতে।
advertisement
এদিকে, বিজয়া দশমীর দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের ভাতার। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। যার জেরে গ্রেফতার করা হয় এক সিভিক ভলেন্টিয়ার–সহ সাতজনকে। অশান্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামে দশমীর দিন সন্ধ্যেবেলায় বাজি ফাটানো শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই গ্রেফতার হন এক সিভিক ভলেন্টিয়ার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 2:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিসর্জনে আক্রান্ত সরকারি কর্মচারী, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার! কী ঘটল গোবরডাঙ্গায়?