Gosaba: মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বছর ৬৫-র বৃদ্ধা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালিতে। বছর ৬৫-র এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের অভিযোগ গ্রেফতার এক ব্যক্তি
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা: মদ খাইয়ে ধর্ষণ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বছর ৬৫-র বৃদ্ধা! নির্মম, কদর্য, নক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালিতে। বছর ৬৫-র এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের অভিযোগ গ্রেফতার এক ব্যক্তি।
অভিযোগ, সোমবার রাতে মঙ্গল রায় নামে এক ব্যক্তি মদ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি যায়। সেখানে গিয়ে বৃদ্ধা ও তাঁর ছেলেকে মদ খাওয়ায়। দীর্ঘ ক্ষণ সেই বাড়িতেই বসে থাকে অভিযুক্ত। বৃদ্ধার বউমা অভিযুক্তকে বাড়ি থেকে চলে যেতে বললেও সে যেতে চায় না। তখন বাধ্য হয়েই মহিলা বাড়ি থেকে বার হন প্রতিবেশীদের ডাকতে।
advertisement
অভিযোগ, বাড়ি থেকে মহিলা বার হতেই অভিযুক্ত বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। বউমা বাড়ি ফিরে প্রথমে শাশুড়িকে দেখতে পাননি। পরে দেখে অভিযুক্ত বাড়ি থেকে বেরিয়ে আসছে, ঘরের বারান্দায় শাশুড়ি নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে এবং গাছে বেঁধে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে প্রথমে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বৃদ্ধার।পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gosaba: মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বছর ৬৫-র বৃদ্ধা