Good News For Mango Lovers: আপনিও ম্যাঙ্গো লাভার, এবার হবে আমের বাম্পার ফলন, আশায় আম উৎপাদকরাও

Last Updated:

Mango Cultivation: এবার বিপুল আমের ফলনের আশা! প্রকৃতি দিচ্ছে তার আভাস

+
আমের

আমের ব্যাপক ফলনের আশা

দক্ষিণ ২৪ পরগনা: গত বছর সে ভাবে ফলন হয়নি। তাই এ বছর বিপুল ফলন হবে এমনটাই আশা দক্ষিণ ২৪ পরগনার আমচাষিদের। সেই পূর্বাভাস মিলে গিয়েছিল ছোট বড় প্রতিটি আম গাছে মুকুলের বাহার দেখে। বেশ কিছুদিন হল মুকুল থেকে ছোট ছোট আমের গুটি বেরিয়েছে। কোনও কোনও গাছে আবার ছোট ছোট ফল ধরেছে। কালবৈশাখীর পূর্বাভাসে ঘুম উড়েছিল জেলার আমচাষিদের। কিন্তু শুক্র ও শনিবার হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেন চাষিরা।
ভাঙড়, ক্যানিং, সোনারপুর, রাজারহাট, বারুইপুর সর্বত্র কম বেশি বৃষ্টি হলেও কোনও ঝড় হয়নি। এমন বৃষ্টিতে বোঁটা শক্ত হয়ে দ্রুত বড় হবে আম। হালকা বৃষ্টি হওয়ায় খুশি আম চাষিরা। ‘গত বছর আমের ফলন মোটে হয়নি। এ বছর প্রচুর মুকুল হয়েছে এবং মুকুল থেকে আম ধরতে শুরু করেছে। আশা করছে খুব ভালো ফলন হবে। অসময় বৃষ্টি হওয়ায় আম চাষের খুব উপকার হল।
advertisement
advertisement
এটা প্রকৃতির আশীর্বাদ এমনটাই মনে করছেন আম চাষীরা। এর পাশাপাশি ‘এই বৃষ্টিতে আম, খুব উপকার হলো। শুক্রবার ও শনিবার এই দুই দিনের বৃষ্টিতে খুশি ফলের শহর বলে পরিচিত বারুইপুরের ফলচাষিরাও। এখানে অধিকাংশ বাগানেই আম, লিচু, পেয়ারা-সহ একাধিক ফলের চাষ করে জীবিকা নির্বাহ করেন প্রায় হাজার দশেক চাষি।
advertisement
আমের ব্যাপক ফলনের আশা
আমের ব্যাপক ফলনের আশা
প্রতি বছর কোটি কোটি টাকার ফলের ব্যবসা হয়। রাজ্যের বিভিন্ন জেলার ফল বিক্রেতারা এখানকার ফলের উপরেই নির্ভরশীল। সেই বারুইপুরে এ বার দু’দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে লাভের মুখ দেখার সুযোগ মিলেছে বলে দাবি ফলচাষিদের।
advertisement
এই সময়ে বারুইপুরে বাগানগুলিতে হরেক প্রজাতির আম ও দেশি, বোম্বাই প্রজাতির লিচু ফলতে শুরু করেছে। সঙ্গে রয়েছে পেয়ারা। আম ও লিচুর বোঁটা শক্ত হবে এই বৃষ্টিতে। ফলে আগামী দিনে গাছ থেকে ফল ঝরে পড়বে কম।
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Good News For Mango Lovers: আপনিও ম্যাঙ্গো লাভার, এবার হবে আমের বাম্পার ফলন, আশায় আম উৎপাদকরাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement