Howrah News: সহজে দেখা মেলেনা, হাওড়ায় মিলল বিরল সোনালী কচ্ছপ! দেখতে উপচে পরা ভিড়
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Howrah News: হাওড়ায় উদ্ধার সোনালী কচ্ছপ! এমন অস্বাভাবিক রঙের কচ্ছপ দেখে হুলুস্থূল এলাকায়। এলাকায় এই প্রথম সোনালী রঙের কচ্ছপের দেখা মিলল। যা দেখতে ভিড় জমাল স্থানীয়রা।
হাওড়া: হাওড়ায় উদ্ধার সোনালী কচ্ছপ! এমন অস্বাভাবিক রঙের কচ্ছপ দেখে হুলুস্থূল এলাকায়। এলাকায় এই প্রথম সোনালী রঙের কচ্ছপের দেখা মিলল। জানা যায়, এটি ভারতীয় তিল কাছিম। যদিও তিল কাছিম খুব সাধারণ বিষয়, তবে এমন রঙের কচ্ছপ কম দেখা মেলে। মাছ ধরার মুগরী থেকে উদ্ধার হয় এই সোনালী কচ্ছপটি।
সাধারণত কচ্ছপ যে রঙের হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। এই কচ্ছপটির গায়ের রঙ সম্পূর্ণ গোল্ডেন বা সোনালী। জানা যায়, বাউড়িয়া চকবানেখার বাসিন্দা মেহেবুব গায়েন মাছ ধরার জন্য তার বাড়ির পুকুর পাড়ে বসায় একটি মাছ ধরার মুগরী। সোমবার মুগরীতে ধরা পরে গোল্ডেন রঙের ওই তিল কাছিমটি। উদ্ধারের পর নিজের বাড়িতেই সযত্নে রেখেছিলেন মেহবুব বাবু।
advertisement
এদিকে এলাকায় গোল্ডেন রঙের তিল কাছিম উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কচ্ছপটি দেখতে রীতিমত এলাকার মানুষ দিনে দুপুর ভিড় জমাতে থাকে তার বাড়িতে। তবে কচ্ছপ উদ্ধারের পরেই মেহেবুব খবর দেয় বন দফতরে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া ওই কচ্ছপটি মেহবুব গায়েন তুলে দেন বন দফতরের হাতে। জানা গেছে আপাতত রাখা হবে গরচুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে কচ্ছপ উদ্ধারকারী মেহেবুব গায়েন ওরফে বাপী বলেন দিন দিন কমে যাচ্ছে কচ্ছপের সংখ্যা, তার উপর এমন গোল্ডেন রঙের কচ্ছপ এই এলাকায় আগে দেখা যায়নি। সকালে উৎসাহিত, তাই কচ্ছপটির কোন ক্ষতি না হয় সে কথা ভেবেই বন দফতরের হাতে তুলে দেওয়া।
advertisement
অন্যদিকে উলুবেড়িয়া ফরেস্ট রেঞ্জ আধিকারিক রাজেশ মুখার্জী বলেন, উদ্ধার হওয়া গোল্ডেন রঙের ওই কচ্ছপটি আসলে তিল কাছিম বা ইন্ডিয়ান টার্সেল টার্টেল। সাধারণত লিউটিনো মরফোলজি বা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমন হয় এদের গায়ের রঙ।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2024 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সহজে দেখা মেলেনা, হাওড়ায় মিলল বিরল সোনালী কচ্ছপ! দেখতে উপচে পরা ভিড়









