Gold Smuggling: সাইকেলের মধ‍্যে...সোনা পাচারের উপায় দেখে চক্ষু চড়কগাছ বিএসএফের

Last Updated:

সোনা চোখের সামনেই গায়েব হয়ে যাচ্ছে। জলঙ্গীর ফরাজিপাড়া সীমান্ত থেকে ২৩২ গ্রাম সোনা-সহ এক পাচারকারীকে হাতে নাতে আটক করল বিএসএফ।


সাইকেলের মধ‍্যে...সোনা পাচারের উপায় দেখে চক্ষু চড়কগাছ বিএসএফের
সাইকেলের মধ‍্যে...সোনা পাচারের উপায় দেখে চক্ষু চড়কগাছ বিএসএফের
মুর্শিদাবাদ: ভারত বাংলাদেশের সীমান্তের জলঙ্গীতে অভিনব ভাবে সোনা উধাও হয়ে যাচ্ছে। এপার বাংলা থেকে ওপার বাংলা বা বাংলাদেশ থেকে ভারতে। সোনা চোখের সামনেই গায়েব হয়ে যাচ্ছে। জলঙ্গীর ফরাজিপাড়া সীমান্ত থেকে ২৩২ গ্রাম সোনা-সহ এক পাচারকারীকে হাতে নাতে আটক করল বিএসএফ। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে।
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গীর ফরজীপাড়া-১ নম্বর বিওপি পয়েন্টে এমনই এক ঘটনা ঘটেছে। বিএসএফ সুত্রে জানা গিয়েছে, আটক হওয়া যুবকের নাম, মেহেবুব হোসেন (২০) জলঙ্গীর ঘোষপাড়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। পেশায় চাষী।
advertisement
advertisement
জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মেহেবুব হোসেনের চাষের জমি ছিল। সেই মতো তিনি অন্যান্য দিনের মতোই সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার উদ্দেশ্যে এদিন রওনা দিয়েছিলেন মেহেবুব। কিন্তু জমিতে না গিয়ে বাংলাদেশের পাচারকারীর কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতরে সেই সোনা মুর্শিদাবাদের মধ্যে প্রবেশ করেছিল যুবক।
কিন্তু নির্দিষ্ট পয়েন্টে আসার পরে বিএসএফ পক্ষ থেকে চেকিং করতে গেলে সন্দেহ তৈরি হয়। তখনই সেই হ্যান্ডেলের ভেতর থেকে কালো ব্ল্যাক টেপের মধ্যে জড়ানো ২৩২ গ্রাম সোনা উদ্ধার হয় বিএসএফ সূত্রের খবর। সোনার আনুমানিক দাম প্রায় ১৫লক্ষ টাকা।
advertisement
তবে, এই ঘটনা শুধু প্রথম নয়, এর আগেও বিএসএফ উদ্ধার করেছে অভিনব পদ্ধতিতে সোনা পাচার। সাইকেলের টিউবের মধ্যে সোনা ও চাঁদি উদ্ধার করেছিল এই জলঙ্গি সীমান্ত থেকেই। তবে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে থেকে এই সোনা উদ্ধারের পর রীতিমতো আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold Smuggling: সাইকেলের মধ‍্যে...সোনা পাচারের উপায় দেখে চক্ষু চড়কগাছ বিএসএফের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement