Gold Jewelry: বিয়েবাড়িতে মধ্যরাতে আচমকাই কেদে উঠল ছোট্ট শিশু! তাতেই বাঁচল কনের সোনায় গয়না! কীভাবে জানলে শিউরে উঠবেন

Last Updated:

Gold Jewelry: বাচ্চার কান্নাই বাঁচিয়ে দিল বিয়ে বাড়ির সোনার গয়না! মেয়ের বিয়েতে বাবা-মা শখ করে গড়িয়ে দেন কয়েক ভরি সোনার গয়না, আজকের দিনে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। আর সেই গয়না চুরির উদ্দেশ্য নিয়ে চোরেরা টার্গেট করেছিল বিয়ে বাড়ির উপরে।

বিয়ে বাড়ির একটি ছাদনা তলা
বিয়ে বাড়ির একটি ছাদনা তলা
আড়ংঘাটা, মৈনাক দেবনাথ: বাচ্চার কান্নাই বাঁচিয়ে দিল বিয়ে বাড়ির সোনার গয়না! মেয়ের বিয়েতে বাবা-মা শখ করে গড়িয়ে দেন কয়েক ভরি সোনার গয়না, আজকের দিনে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। আর সেই গয়না চুরির উদ্দেশ্য নিয়ে চোরেরা টার্গেট করেছিল বিয়ে বাড়ির উপরে।
গভীর রাতে নদিয়ার দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ার এক বিয়ে বাড়িতে হানা দেয় চোরের দল। জানা গিয়েছে, দক্ষিণ আড়ংঘাটার সাহাপাড়ার সর্গীয় অরুন পালের ছোট মেয়ের বিয়ে ছিল এদিন। তাই দু’দিন আগে থেকেই আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে আসা শুরু করে। বিয়ে হওয়ায় সব কিছু গুছিয়ে পরিবারের লোকজনদের শুতে রাত আড়াইটে বেজে যায়। হয়তো তাদের ঘুমের অপেক্ষাতেই কোথাও ঘাপটি মেরে বসেছিল চোরের দল।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালের ওয়ার্ডে ম*দে চুর দুই নার্স, মুহুর্মুহু ছাড়ছেন সি*গারেটের ধোঁয়া! তারপর যা কাণ্ড ঘটালেন দু’জনে…! এই ঘটনা বিরলের চেয়েও বিরল
বিয়ে বাড়ির লোকজন যেই চোখের পাতা এক করেছে, সেই সুযোগে ঘরের মধ্যে ঢোকে চোরের দল। আশ্চর্যের বিষয়, সেই ঘরেই ঘুমাচ্ছিলেন ছেলে রামপ্রসাদ পাল। তার মাথার কাছে শো-কেস খুলে কিছু না পেয়ে নিচে রাখা আত্মীয় স্বজনদের তিনটে ব্যাগকে টার্গেট করে চোরের দল। একটা ব্যাগের চেন খুলতেই পাশের ঘরে শুয়ে থাকা একটা বাচ্চা বিছানা থেকে পড়ে গিয়ে চিৎকার করে। সেই শিশু কেঁদে উঠতেই তিনটে ব্যাগের মধ্যে দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভেঙে কমছে দাম! কোন ওজনের ইলিশের কত দাম? অবিশ্বাস্য কথা জানালেন মাছ ব্যবসায়ীরা
তবে ভাগ্য সহায় ছিল হয়তো, সেই ব্যাগের মধ্যেই ছিল সোনার গয়না। সেই ব্যাগটা ফেলে অন্য দুটো ব্যাগ নিয়ে পালিয়ে যায় চোর। সকাল হতেই পরিবারের লোকজন দেখতে পায় শো-কেস খোলা, দুটো ব্যাগ নেই। তারপরেই তারা ব্যাগের খোঁজ করতে গিয়ে দেখতে পান বাড়ির থেকে একটু দুরে ব্যাগের থেকে জামা কাপড় সব বার করে ফেলে গিয়েছে চোরের দল। ঘরের মধ্যে অনেক গুলো মোবাইল ফোন থাকলেও একটি ব্যাগেও হাত দেয়নি তারা। পুলিশের অনুমান, চোরেদের প্রথম টার্গেট ছিল নগদ টাকা এবং সোনার গয়না। আর টাকা গয়না না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরে চোরের দল।
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold Jewelry: বিয়েবাড়িতে মধ্যরাতে আচমকাই কেদে উঠল ছোট্ট শিশু! তাতেই বাঁচল কনের সোনায় গয়না! কীভাবে জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement