বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সোনার হার ছিনতাই
Last Updated:
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছিনতাই বাজের পাল্লায় পড়ে সোনার হার খোয়ালেন বৃদ্ধা ।
#বেলুড়: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ছিনতাই বাজের পাল্লায় পড়ে সোনার হার খোয়ালেন বৃদ্ধা । গতকাল রাত্রে এই ঘটনা ঘটল বেলুড়ে ।
বেলুড়মঠ এলাকার ৩৪/৪ , রমানাথ ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা শুভ্রা বন্দোপাধ্যায় ( ৬০ ) , কাছেই একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান । রাত্রি প্রায় দশটা নাগাদ এক সঙ্গিনীর সাথে ফিরছিলেন । হঠাৎই সাইকেলে চেপে আসা এক দুষ্কৃতি শুভ্রাদেবীর গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালিয়ে যাবার সময়ে ধাক্কা মেরে ফেলে দেয় ঐ বৃদ্ধাকে । ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তাঁর সঙ্গিনীও ।
advertisement
সম্বিত ফিরে পেয়ে চিৎকার করলে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা । তাঁরাই বাড়ি পৌঁছিয়ে দেন ঐ বৃদ্ধাকে । মঙ্গলবার সকালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি । বছর দু’য়েক আগে স্বামী মারা যাবার পর থেকে দুই মেয়ে নিয়েই সংসার শুভ্রাদেবীর । ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানা ৷ অপরাধীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2017 4:07 PM IST