Singer Champion: ঐশীর এমন সাফল্যে আজ যেন গর্বিত গোটা গোবরডাঙ্গাবাসী, এলাকায় উৎসবের মেজাজ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
ঐশীর এমন সাফল্যে আজ যেন গর্বিত গোটা গোবরডাঙ্গাবাসী, এলাকায় উৎসবের মেজাজ
উত্তর ২৪ পরগনা: গোবরডাঙ্গার ঐশীর সাফল্যে যেন আজ গর্বিত গোটা এলাকা। ঐশী চক্রবর্তী মাত্র ১৩ বছর বয়সে গানের জনপ্রিয় রিয়েলিটি শোতে দ্বিতীয় স্থান অর্জন করে। তার এই সাফল্যে এদিন গড়পাড়া এলাকা যেন উৎসবের চেহারা নিল। জায়েন্ট স্ক্রিনে দেখানো হল সাফল্যের সেই মুহূর্ত, এলাকার মানুষ এক জায়গায় জড়ো হয়ে আনন্দে শামিল হলেন ঐশীর জন্য।
গোবরডাঙ্গা খাটুরা গার্লস হাইস্কুলের ক্লাস সেভেনের এই ছাত্রীর ছোটবেলা থেকেই গানের প্রতি রয়েছে গভীর অনুরাগী। ক্লাস ফোর থেকে শুরু হয় তার সঙ্গীতের পথচলা। একটি বেসরকারি টিভি চ্যানেলের গানের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় ঐশী।
advertisement
advertisement
চূড়ান্ত পর্বে পৌঁছে দ্বিতীয় স্থান দখল করার খবর সামনে আসতেই গোবরডাঙ্গায় খুশির জোয়ার। তার বাড়ি গড়পাড়া এলাকায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীরা ভিড় জমায়, তাকে সংবর্ধনা জানাতে। হাজির হন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত-সহ বিশিষ্টজনেরাও। ঐশীর এই সাফল্যে আজ খুশি তার গোটা পরিবারও।
বাবা প্রসেনজিৎ চক্রবর্তী একটি বেসরকারি সংস্থায় কর্মরত হলেও মেয়ের গানের স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি সব সময় পাশে থাকেন। মা শিউলি চক্রবর্তী পড়াশোনার পাশাপাশি মেয়ের গানের চর্চায় সব রকম ভাবে সাহায্য করেন। মেয়ের এই সাফল্যে আপ্লুত তারা দু’জনেই। আগামীতে আরও বড় জায়গায় পৌঁছক ঐশী সেই ইচ্ছাই প্রকাশ করলেন তারা। রিয়েলিটি শোতে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ঐশী জানায়, অসাধারণ অভিজ্ঞতা ছিল।
advertisement
বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, অনেক কিছু শিখেছি। এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। গোবরডাঙ্গাবাসীদের আশা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা মেলে ধরবে ঐশী এবং গোবরডাঙ্গার নাম উজ্জ্বল করবে।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Singer Champion: ঐশীর এমন সাফল্যে আজ যেন গর্বিত গোটা গোবরডাঙ্গাবাসী, এলাকায় উৎসবের মেজাজ