Anindita-Sudip Baby: অনিন্দিতা-সুদীপের ঘরে এল 'লক্ষ্মী'! হার্ট ইমোজি দিয়ে করলেন ছবি পোস্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন অনিন্দিতা৷ তবে আপাতত ম্যার্টানিটি লিভ-এ রয়েছেন অনিন্দিতা৷ এখন সন্তানের দেখভাল করবেন মন দিয়ে৷
মা হলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী৷ কোল আলো করে এল সন্তান৷ নিম ফুলের মধু-তেঁতুলপাতা সিরিয়ালের অভিনেত্রীর ঘরে খুশির হাওয়া৷
advertisement
মেয়ের জন্মের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অনিন্দিতা৷ একটি ফোটো কার্ড শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চার হৃদয়৷ রয়েছে একটি হার্ট ইমোজি। তাতে লেখা হয়েছে ‘৩ মার্চ ২০২৫। সুদীপ ও অনিন্দিতা।’
advertisement
১ জানুয়ারির দিন গুড নিউজ দেন অনিন্দিতা৷ ফোটো কার্ড শেয়ার করেন সকলকে জানিয়ে দেন তিনি মা হতে চলেছেন। লেখা রয়েছে ‘দেখা হচ্ছে বন্ধুরা’। আর সঙ্গে লেখা ছিল সন্তানের জন্মের ডেট- মার্চ, ২০২৫।
advertisement
এই সময়টা নিয়মিত কাজ করেছেন অনিন্দিতা৷ তেঁতুলপাতা সিরিয়ালে তিনি কাজ করেন৷ ডেলিভারির সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাজ থেকে বিরতি নেন তিনি।
advertisement
২০২২ সালে ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান, ফুটফুটে এক কন্যা সন্তান।
advertisement
শেষ দিনের শ্যুট হওয়ার আগে, তেঁতুলপাতা টিমের পক্ষ থেকে তাঁকে সাধ খাওয়ানো হয়৷ ছিল এলাহি আয়োজন। নানা ধরনের খাবার, মিষ্টি ছিল।
advertisement