South 24 Parganas News : গা ছমছমে বন্য রোমাঞ্চ অনুভব করতে এবারের শীতে সুন্দরবনের পাখিরালয়
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক পাখিরালয়।
পাখিরালয়: সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক পাখিরালয়। সুন্দরবনের গোসাবার অন্তর্গত এই দ্বীপের কোনও তুলনা নেই। একসময় ঘন জঙ্গলের ভয়ে মানুষ পা রাখতে দ্বিধা করত। সময়ে সঙ্গে সঙ্গে গাছ কেটে বসতি গড়ে উঠেছে। কিন্তু চারপাশে গা ছমছমে সুন্দরবনের পরিবেশ এখনও বেশ রোমাঞ্চ জাগায়। ক্কচিত্ দক্ষিণরায় সাঁতরে চলে আসে এই দ্বীপে গরু-বাছুর শিকার করতে।
সুন্দরবনের অসংখ্য নদী-নালার মধ্যে বেশ উল্লেখযোগ্য হল গোমর নদী। পাখিরালয়ে থাকা মানে এই নদী আপনার সর্বক্ষণের সঙ্গী। নদীর ওপারে সজনেখালি। ওয়াচটাওয়ারে বসে জন্তুজানোয়ার চোখে পড়তে পারে। হরিণ, বন্য শুয়োর, বাঁদর বা সাপ প্রায়ই বেরিয়ে আসে জঙ্গলের সবুজ ভেদ করে। কপাল খুব ভালো হলে বাঘেরও দেখা মিলতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর…ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ
সজনেখালিতে রয়েছে একটি প্রদর্শনীকেন্দ্র। সুন্দরবন সম্পর্কিত বহু তথ্য সমৃদ্ধ এই প্রদর্শনী দেখে নিতে পারেন। গোসাবা দ্বীপে রয়েে হ্যামিলটন সাহেবের বাংলো। তাঁকেই এই অঞ্চলের উন্নয়নের পুরোধা বলা হয়। বাংলোটিতে একসময় পা দিয়েিলেন স্বযং রবীন্দ্রনাথও। একটা সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য শীতকালই আদর্শ সময়।
advertisement
কীভাবে যাবেন
ট্রেনে বা গাড়িতে ক্যানিং। মাতলা নদী পেরিয়ে বাসন্তীর ডকঘাট। মাতলা নদীর উপরে সেতু দিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায়। ওপারে গেলে গদখালি যাওয়ার যানবাহন পাবেন। ধর্মতলা থেকে বাসেও গদখালি যাওয়া যায়। তারপর নদী পেরোলেই গোসাবা বাজার।
কোথায় থাকবেন
জেলা পরিষদের ডাকবাংলো আছে। বনদফতরের সাথে যোগাযোগ করে বুকিং করা যেতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাহলে আর দেরি কিসে! উইক এন্ডের ছোট ছুটিতে গন্তব্য হোক সুন্দরবনের পাখিরালয়।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : গা ছমছমে বন্য রোমাঞ্চ অনুভব করতে এবারের শীতে সুন্দরবনের পাখিরালয়