Ghatal's Flood: ঘাটালে হাহাকার! রাস্তায় চলছে নৌকো, হঠাৎ কী ঘটল?
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Ghatal's Flood: ঘাটাল মহকুমা জুড়ে এখন শুধু হাহাকার। বাড়ির সামনে জল। কোনটা রাস্তা আর কোনটা জলাভূমি বোঝা দায়। রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। যাতায়াতের অন্যতম ব্যবস্থা নৌকা। ডিঙি, নৌকা নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলেছেন সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মহকুমা জুড়ে এখন শুধু হাহাকার। বাড়ির সামনে জল। কোনটা রাস্তা আর কোনটা জলাভূমি বোঝা দায়। রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। যাতায়াতের অন্যতম ব্যবস্থা নৌকা। ডিঙি, নৌকা নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলেছেন সাধারণ মানুষ। ঘাটাল মহকুমা জুড়ে প্রায় দু-লক্ষ মানুষ বন্যা কবলিত। একাধিক পৌর এলাকা এবং গ্রামীণ এলাকার বন্যা প্লাবিত। শুধু তাই নয় জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষার শুরুতে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। কয়েক হাজার হেক্টর চাষের জমি প্লাবিত। ক্ষতির মুখে গ্রামীণ এলাকার মানুষেরা। ইতিমধ্যেই রবিবার বিকেল থেকে ফের দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকভাবে সমস্যায় ঘাটালের মানুষ।
আরও পড়ুনঃ না হলেই নয়! পাক-‘বন্ধু’ তুরস্কের উপর এই একটি জিনিসে বিপুল নির্ভর করে ভারত! কোন জিনিস জানেন? শুনে চমকে উঠবেন
বর্ষা এলেই ঘাটালে বন্যা হবে এটা স্বাভাবিক রুটিন হয়ে দাঁড়িয়েছে প্রতিবছর। চলতি বছর প্রবল বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ঘাটাল মহকুমার উপর দিয়ে বয়ে চলা একাধিক নদী টইটুম্বুর হয়েছে। স্বাভাবিকভাবে বিভিন্ন দুর্বল নদী বাঁধ ভেঙে বিপত্তি। প্লাবিত একাধিক এলাকা। বন্যা দুর্গত প্রায় দু’লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই তাদের সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে। সাধারণ মানুষের যাতে কোনও ক্ষয়ক্ষতি না হয় তার দিকে সচেষ্ট রয়েছে প্রশাসন।
advertisement
রাজ্য সরকারের এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ উদ্ধারকার্য চালাচ্ছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গড়বেতার পর চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর ধীরে ধীরে ঘাটাল মহকুমার একাধিক জায়গা প্লাবিত হয়েছে। একাধিক অসুস্থ রোগী, সাধারণ মানুষ প্রসূতি মায়েদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
advertisement
advertisement
বন্যার কারণে বেড়েছে সাপের উপদ্রব। সাপের কামড়ে বেশ কয়েকজন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। এছাড়াও বন্যা দুর্গত মানুষদের খাবার, পশু খাদ্য এবং প্রয়োজনীয় পোশাক বিলি করা হয়েছে প্রশাসনের তরফে। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি কিচেনও।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2025 3:56 PM IST









