Ghatal: ঘাটালে কেন বার বার জমা জলের দুর্ভোগ? মুক্তির উপায় নিয়ে চিন্তায় স্থানীয়রা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
ঘাটালের মানুষ লাগাতার জমা জলে নাজেহাল। নেই স্থায়ী সমাধান, তাই যন্ত্রণা ছাড়া তাদের উপায় নেই। বর্তমানে জল একটু কমছে এটাই স্বস্তির।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: টানা বৃষ্টির জমা জল মানেই দুর্দশা। সেখানে ঘাটালের মানুষের কথা আর বলে বোঝানোর নয়। লাগাতার জমা জলে নাজেহাল তারা। নেই স্থায়ী সমাধান, তাই যন্ত্রণা ছাড়া তাদের উপায় নেই। বর্তমানে জল একটু কমছে এটাই স্বস্তির। তবে চলতি বছরে লাগাতার বন্যাতে মানসিক ভাবেও তারা বিধ্বস্ত তাই সবকিছু ভুলে উঠে দাঁড়াতে দাঁড়াতেই হয়ত আবার জলযন্ত্রণার আক্রমণ করবে তাদের এই তো চেনা ছবি ঘাটালের।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও বেশ কিছু এলাকা জলমগ্ন। বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে গ্রামীণ এলাকার চাষের জমি ও রাস্তাঘাট শিলাবতী নদীর জলের তলায় চলে গিয়েছিল। এলাকার মানুষজন এখনও বিপদমুক্ত নন। ঘাটালের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষ সতর্ক। জলস্তর নিয়ে নজরদারি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মহারাজপুর, পান্না, মোহনপুর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন কারণ বন্যার জলে কৃষিজমি প্লাবিত হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গেছেন ঘাটালে। বর্তমান অবস্থা সম্পর্কেও ওয়াকিবহাল তিনি। এখন দেখার সরকারি তরফে এই ক্ষতিপূরণে কোনও ব্যাবস্থা হয় কিনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘাটাল মাষ্টার প্ল্যান হতে পারে বন্যার স্থায়ী সমাধান। একবার বন্যা হলেই যেখানে পরিকাঠামো তলানিতে ঠেকে। সেখানে ঘাটালে বারবার বন্যার ধাক্কা সত্যিই অসহনীয়। বলা চলে ঘাটালের মানুষের এখন খাবি খাওয়ার মত পরিস্থিতি।তবে জল কমছে। উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, এটাই স্বস্তির
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 11, 2025 11:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal: ঘাটালে কেন বার বার জমা জলের দুর্ভোগ? মুক্তির উপায় নিয়ে চিন্তায় স্থানীয়রা