West Medinipur News: প্রতিবছর জল যন্ত্রণায় ভোগে ঘাটালের মানুষ, নির্বাচনে দাবি মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই তারকা প্রার্থী অভিনেতা দেব ও হিরণ, তবে ঘাটালের মানুষজন চায় ঘাটাল মাস্টারপ্লানের বাস্তব রূপ।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতিবছর জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ মানুষকে। ভোট এলেই নেতাদের মুখে প্রতিশ্রুতি মেলে, ঘাটাল মাস্টারপ্ল্যান এর বাস্তবায়ন নিয়ে। তবে ভোট পেরোলে তথৈবচ অবস্থা। যে তিমিরে থাকেন বন্যার সময়, সেই তিমিরেই পড়ে থাকেন ঘাটালের মানুষ। এভাবে প্রায় চল্লিশটা বছর প্রতিশ্রুতি পূরণের আশায় রয়েছেন ঘাটালবাসী। বন্যার হাত থেকে ঘাটালকে মুক্ত করতে ঘাটাল মাস্টার প্ল্যান এর উদ্যোগ নেয় সরকার। কিন্তু সরকার পালা বদলের পরেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। লোকসভা নির্বাচনের আগে ঘাটালের ভোট মূলত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন ঘিরে।
প্রতিবছর বন্যার সময় বানভাসী হয় ঘাটালবাসী। ঝুমি, শিলাবতি এবং কংসাবতী নদীর জল বাড়লে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভেঙে যায় একের পর এক মাটির বাড়ি। বেশ কিছু জায়গায় বাড়ির একতলা পর্যন্ত জলমগ্ন হয়ে থাকে। রাস্তার উপর থাকে এক মানুষ সমান জল। তবে এর থেকে নিস্তার পেতে ঘাটালের মানুষজন চায় ঘাটাল মাস্টারপ্ল্যান।
advertisement
advertisement
দিন কয়েক পরেই নির্বাচন। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে দুই প্রার্থী অভিনেতা দেব ও অভিনেতা হিরণ। স্বাভাবিকভাবে জোর টক্কর হতে চলেছে দুই দলের মধ্যে। দুই দলের প্রার্থীর মুখে মাস্টার প্ল্যান এর প্রসঙ্গ। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু আবেদন জানানো হয়েছে। দিনকয়েক আগেই ঘাটালে রোড শো করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কথা।
advertisement
তবে ভোটের আগে সাধারণ মানুষের দাবি,দ্রুত বাস্তবায়িত হোক ঘাটাল মাস্টারপ্ল্যান। যেখানে নদীর ড্রেজিং, নিয়মিত পরিষ্কার এবং বন্যা থেকে ঘাটালকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে বন্যার সময় দীর্ঘ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
সামনেই নির্বাচন এবং নির্বাচনের পরেই বর্ষাকাল। আদৌ কি সুরাহা জুটবে ঘাটালবাসীর? সুরাহা পেতে ভোটেই জবাব দেবে সাধারণ মানুষ, এমনই কানাঘুষা সাধারণের অন্দরে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 12, 2024 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রতিবছর জল যন্ত্রণায় ভোগে ঘাটালের মানুষ, নির্বাচনে দাবি মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন










