Ghatal: ইতালির ভেনিস, বাংলার ঘাটাল, বড্ড মিল...! বাড়িতে বাড়িতে রয়েছে এই যান, জানেন কী? জানলে অবাক হবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Ghatal: ইতালির ভেনিস শহরের সঙ্গে বড্ড মিল বাংলার বন্যা কবলিত ঘাটালের, কেননা দুই এলাকার মানুষদের বাড়িতে বাড়িতে রয়েছে একটি যান
পশ্চিম মেদিনীপুর: প্রায় প্রতিবছর বর্ষাতে ডুবে যায় ঘাটাল। বর্ষা এলেই ঘাটালবাসীর কাছে যেন একটা আতঙ্ক, এই বুঝি জল বাড়ল, এই বুঝি ঘাটালের বিস্তীর্ণ এলাকা আবারও বন্যা কবলিত হল। প্রতিবছর বর্ষায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়। জল যন্ত্রণায় ঘাটালের একাধিক এলাকার মানুষ যেন দিশেহারা হয়ে যায়। ঘাটালে বন্যা এলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
ডুবে যায় রাস্তাঘাট, ডুবে যায় ঘরবাড়ি, এমনকি স্কুল পর্যন্ত জলে ডুবে থাকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যায় বিস্তীর্ণ এলাকা জলে ডুবে থাকার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজ যাতায়াতের প্রচণ্ড সমস্যা হয়। তবে প্রতিবছর ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন একপ্রকার যেন যুদ্ধ করে কাটায় এই সময়টা। আপনার আমার প্রতি বাড়িতে যেমন সাইকেল, মোটরসাইকেল থাকে, তেমনই ঘাটালের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকার মানুষের বাড়িতে থাকে ডিঙি কিংবা ছোটো নৌকো। ইতালির ভেনিস শহরে যেভাবে মানুষ জলযান ব্যবহার করে থাকেন তাদের দৈনন্দিন কাজের জন্য, ঘাটালেও তেমনটা দেখা যায় বর্ষায়।
advertisement
advertisement
আর এতেই তাদের যাতায়াত দোকান বাজার স্কুল যাওয়া কলেজ যাওয়া চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যাতায়াত, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে একমাত্র এই ডিঙি নৌকায় ভরসা। ঘাটালে বন্যার সঙ্গে যুদ্ধ করতে যেন এই ডিঙি নৌকায় অস্ত্র আর এই ডিঙ্গি নৌকা নিয়েই ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন বন্যার সঙ্গে যুদ্ধ করে আর এই যুদ্ধতে জয় হয় বন্যা কবলিত এলাকার মানুষজনের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন্যা কবলিত এলাকার মানুষজনেরা শত কষ্ট বাধা-বিপত্তি কাটিয়ে ডিঙ্গি নৌকা নিয়ে একাধিক প্রয়োজনীয় কাজ সারে। বন্যার সময় পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ডিঙ্গি নৌকায় যেন ঘাটালবাসীর কাছে বড় অস্ত্র।
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 9:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal: ইতালির ভেনিস, বাংলার ঘাটাল, বড্ড মিল...! বাড়িতে বাড়িতে রয়েছে এই যান, জানেন কী? জানলে অবাক হবেন