সেতু ভেঙে বিপত্তি, যানচলাচল বন্ধ গড়বেতার ধাদিকা ব্রিজে

Last Updated:

এই অবস্থায় বাড়তি ভাড়া চাইছেন ট্রাক মালিকরা। দিতে নারাজ ব্যবসায়ীরা।

#গড়বেতা: গড়বেতার ধাদিকা ব্রিজ। গত একমাসেরও বেশী সময় ধরে ভাঙা অবস্থাতেই পড়ে রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ স্থল ৬০ নম্বর জাতীয় সড়কে এই সেতু বন্ধ থাকায় চূড়ান্ত নাজেহাল হচ্ছেন এলাকাবাসী।
গত ১৩ই এপ্রিল ফাটল দেখা গিয়েছিল ৬০ নম্বর জাতীয় সড়কে গড়বেতার শিলাবতী নদীর ওপর তৈরি ধাদিকা ব্রিজে। তারপর থেকেই যান চলাচল বন্ধ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্যতম সংযোগকারী এই সড়ক পথ। যার জেরে চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। পণ্যবাহী ট্রাকগুলিকে ঘুর পথে আসতে হচ্ছে বলে প্রভাব পড়ছে বাজারেও।
এই অবস্থায় বাড়তি ভাড়া চাইছেন ট্রাক মালিকরা। দিতে নারাজ ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে গড়বেতার আলু ব্যবসাতেও। বন্ধ হয়ে পড়েছে এলাকার প্রায় ৬০-৭০টি ছোট হোটেল। মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের।
advertisement
advertisement
অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের দাবি ভোটের জন্যই আটকে ছিল কাজ।
ব্রিটিশ আমলে তৈরি গড়বেতার ধাদিকা ব্রিজের পাশেই তৈরি অপেক্ষাকৃত ছোট একটি ব্রিজ দিয়ে চলছে ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস। এলাকাবাসী চাইছেন বর্ষার আগেই ফের চালু হোক এই সেতু।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেতু ভেঙে বিপত্তি, যানচলাচল বন্ধ গড়বেতার ধাদিকা ব্রিজে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement