Gathering In Bazaar During Corona Pandemic: করোনা হলে হোক! রোববার বলে কথা, বাজারের এমন ভিড় দেখে ভয় পাবেন না যেন

Last Updated:

Cororna Situation In West Bengal: রবিবার বলে কথা! করোনার ভয়ে বাড়তে থাকলে চলে! বাজারে তাই ভিড় জমজমাট। মাস্ক কারও থুতনিতে, কারও সেসবের বালাই নেই।

#বর্ধমান: রবিবার বর্ধমানের সবজি বাজারগুলিতে লাগামছাড়া ভিড় দেখা গেল। করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়লেও সচেতন নন বাসিন্দারা। এই ভিড় দেখে চোখ কপালে উঠছে বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, বাজারে এভাবে শারীরিক দূরত্ব বজায় না রেখে গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা চললে সংক্রমণ আরও বাড়বে। বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে প্রশাসনের ভাবনা চিন্তা প্রয়োজন।
এদিন বর্ধমান স্টেশন বাজারে সকাল থেকেই ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। বর্ধমানের রানিগঞ্জ বাজার, আলমগঞ্জ বাজার সহ সব বাজারেই থিকথিকে ভিড় ছিল। শারীরিক দূরত্ব বজায় থাকছে না। মাস্কও থাকছে না অনেকের মুখে। আগামিকাল বর্ধমান শহরে বন্ধ থাকবে সব্জি ও মাছের বাজার।
আরও পড়ুন- মন্দির খোলা নিয়ম মেনে, কিন্তু তারাপীঠে আগতদের জন্য বড় খবর! না জেনে যাবেন না...
তাই রবিবার সকাল থেকেই শহরের বাজারগুলিতে ভিড় বেড়েছে। তাতে শারীরিক দূরত্ব বিধি বজায় ছিল না। মাস্ক ছিল না ক্রেতা বিক্রেতা অনেকের মুখেই। বর্ধমান স্টেশন সংলগ্ন সব্জি বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়।
advertisement
advertisement
স্টেশন বাজার কমিটির তরফ থেকে ব্যানার লাগানো হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করবেন না। ক্রেতা ও বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু ভিড়ের মধ্যেই চলছে সব্জির কেনাবেচা।
পুরসভা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার চলছে নিরন্তর। তবুও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে অনেকেরই মধ্যেই। অনেকের মুখে মাস্ক নেই। আবার অনেকের মাস্ক থুতনিতে ঝুলছে।  দূরত্ববিধি মানার কোনও বালাই নেই বাজারের ক্রেতা থেকে বিক্রেতাদের মধ্যে।
advertisement
আরও পড়ুন- 'ব্যাঙ্কে যাচ্ছি', আর ফিরল না ৩ স্কুল ছাত্রী! চাকদহজুড়ে এখন উধাও-রহস্য-আতঙ্ক
একই রকম ভিড় লক্ষ্য করা গিয়েছে পুলিশ লাইন বাজার, নীলপুর বাজার বা বীরহাটা নতুন বাজারেও। সব মিলিয়ে রবিবারের সবজি বা মাছ বাজারের ভিড় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। এই ভিড় চলতে থাকলে করোনার সংক্রমণে লাগাম টানা অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, পজিটিভদের অনেকেই উপসর্গহীন। তাই অনেকেই নিজেদের অজান্তেই রোগ ছড়াচ্ছেন। তাই সকলের সাবধান থাকা বিশেষ প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gathering In Bazaar During Corona Pandemic: করোনা হলে হোক! রোববার বলে কথা, বাজারের এমন ভিড় দেখে ভয় পাবেন না যেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement