সাতসকালে গ্যাস লিকে আতঙ্ক, এলপিজির ট্যাঙ্কার উল্টে বিপত্তি
Last Updated:
#হাওড়া: সাতসকালে গ্যাস লিকে আতঙ্ক। হাওড়ার রানিহাটিতে এলপিজির ট্যাঙ্কার উলটে বিপত্তি। ট্যাঙ্কারের একটি নব খুলে গ্যাস লিক করে। এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছয় নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করায় যানজটের সৃষ্টি হয়। আইওসি ও বিপিসিএল-র আধিকারিকদের মেরামতিতে গ্যাস বেরনো বন্ধ হয়। ঘণ্টা তিনেক বাদে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
সকাল সোয়া ছটা ছ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া থেকে কল্যাণী যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কার। হাওড়ার রানিহাটির কাছে দুর্ঘটনা।
advertisement
রিকনস
-- ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে যায় গ্যাস ভরতি ট্যাঙ্কার
-- ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা করার সময় একটি নব খুলে গ্যাস বেরোতে শুরু করে
advertisement
খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের দুটি ইনজিন। ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ। আগুন জ্বালানো, ধূমপানে নিষেধ করা হয়। ভয়ে দরজা, জানলা বন্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
ঘটনাস্থলে যান ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা। ট্যাঙ্কার মেরামতির পর গ্যাস বেরনো বন্ধ হয়।
গ্যাস লিকের জেরে ছ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টা তিনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2018 3:23 PM IST