LPG Cylinder : একের পর এক বাড়ি থেকে চুরি হচ্ছিল রান্নার গ্যাস সিলিন্ডার! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

LPG Cylinder : ঘরের সব কিছু ঠিকঠাক, নেই শুধু রান্নার গ্যাস সিলিন্ডার! নিয়ে গিয়েছে চোরে। কয়েকদিন অন্তর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হচ্ছিলেন বাসিন্দারা। বিষয়টিতে গুরুত্ব দিয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।

একের পর এক বাড়ি থেকে চুরি হচ্ছিল রান্নার গ্যাস সিলিন্ডার, পুলিশি তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
একের পর এক বাড়ি থেকে চুরি হচ্ছিল রান্নার গ্যাস সিলিন্ডার, পুলিশি তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
বর্ধমান : ঘরের সব কিছু ঠিকঠাক, নেই শুধু রান্নার গ্যাস সিলিন্ডার! নিয়ে গিয়েছে চোরে। কয়েকদিন অন্তর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হচ্ছিলেন বাসিন্দারা। বিষয়টিতে গুরুত্ব দিয়ে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। খতিয়ে দেখা হয় সংশ্লিষ্ট এলাকাগুলির রাস্তার সিসিটিভির ফুটেজ। কে নিয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার? সেই রহস্য উন্মোচনে বিভিন্ন সোর্স কাজে লাগায় পুলিশ। তাতেই সাফল্য পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ।
একটি দুটি নয়, ভাতার থানার পুলিশ একসঙ্গে  উদ্ধার করল ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভাতারের বলগোনা বাজারে অভিযান চালিয়ে এই রান্নার গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করা হয়।
সম্প্রতি ভাতারের বিভিন্ন এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগ আসে ভাতার থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। সি সি টিভি ফুটেজ ও গোপন সূত্রে খবর পেয়ে ভাতারের এরুয়ার এলাকা থেকে ভাগু শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
advertisement
advertisement
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করা সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার সকালে পুলিশ বলগোনা বাজারে হানা দেয়। বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকান থেকে উদ্ধার হয় ৪৭টি অবৈধ গ্যাস সিলিন্ডার। ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সি-কে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবারই বর্ধমান আদালতে পেশ করা হয়।
advertisement
আরও পড়ুন- ভোর রাতে স্বরূপনগরে কৃষক সেজে এমন কাণ্ড! কোটি টাকার সোনা পাচার
এলাকার বাসিন্দারা বলছেন, গ্যাস ওভেন মেরামতির নামে এখানে যে চোরাই গ্যাস সিলিন্ডার কেনা হতো তা ভাবা যায়নি। ভাতার বা তার আশপাশের এলাকা থেকে চোরেরা গৃহস্হের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করতো। এরপর তা কয়েকদিন লুকিয়ে রাখার পর বলগোনা বাজারে এসে বিক্রি করে দেওয়া হত। বলগোনা বাজারে এই চোরাই কারবার সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়ার পর গ্যাস সিলিন্ডারগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
LPG Cylinder : একের পর এক বাড়ি থেকে চুরি হচ্ছিল রান্নার গ্যাস সিলিন্ডার! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement