Gardening: 'এটাই' গাছের সুপারফুড! ছাদ বাগানের যত্নে কী ভাবে বাড়িতে বানাবেন মোক্ষম সার? রইল বাগানীর সিম্পল টিপস
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Gardening: শীতকালে অনেকেই তাদের নিজেদের ছাদে বা বাগানে নানা ফুল গাছ লাগান। তবে, অনেকেই জানে না গাছের পরিচর্যা ও গাছের খাদ্য সম্পর্কে। যার জন্য ফুল হওয়ার আগে গাছের পাতা কাণ্ড নষ্ট হয়।
দক্ষিণ ২৪ পরগনা: শীতকালে অনেকেই তাদের নিজেদের ছাদে বা বাগানে নানা ফুল গাছ লাগান। তবে, অনেকেই জানে না গাছের পরিচর্যা ও গাছের খাদ্য সম্পর্কে। যার জন্য ফুল হওয়ার আগে গাছের পাতা কাণ্ড নষ্ট হয়। এক্ষেত্রে আপনি কিন্তু নিজের হাতে সার তৈরি করে নিতে পারেন। তাই এই পদ্ধতিতে গাছ পরিচর্যা করলে ফুল এবং গাছ ভাল থাকে।
কতটা সর্ষের খোল-ক’দিন পচিয়ে ফুলগাছে দিতে হয় জানুন নার্সারির টিপস। খুব সামান্য খরচে ছাদ বাগান কিংবা মাটিতে লাগানো যে কোনও গাছের জন্য আপনি নিজেই তৈরি করে নিন সার। একটি প্রাকৃতিক জৈব সার। ফুল, ফল বা যে কোনও সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এই সারে। এজন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে।
advertisement
advertisement
২০০ গ্রাম সর্ষের খোল বাজার থেকে কিনে আনুন। তারপর ১ লিটার জলে ৭ দিন ভিজিয়ে রেখে পচিয়ে নিন। খোল পচানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটা ফুটো করে দেবেন। পচে গেলে ওই খোল পচা জল ১০ লিটার জলে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার জৈব সার। আর পদ্ধতিতে নিজের বাড়িতে নিজের বিভিন্ন ছাদ বাগানে নিজের তৈরি সার ব্যবহার করে ফুটিয়ে তুলতে পারেন একের পর এক সৌন্দর্য ফুলের চারাগাছ। তাই আর দেরি না করে এই টিপসগুলি ব্যবহার করে নিজের হাতে সার তৈরি করুন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 7:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gardening: 'এটাই' গাছের সুপারফুড! ছাদ বাগানের যত্নে কী ভাবে বাড়িতে বানাবেন মোক্ষম সার? রইল বাগানীর সিম্পল টিপস