Gangasagar Mela 2025: মহাকুম্ভে পুণ্যের টানে গঙ্গাসাগরে সাধুসন্তদের সংখ্যা কিছুটা কম? ফাঁকা আখড়ায় ঘুরপাক খাচ্ছে প্রশ্ন

Last Updated:

Gangasagar Mela 2025:মহাকুম্ভ থাকার কারণে গঙ্গাসাগরে নাগা সাধুদের আখড়া গুলি বেশিরভাগ বন্ধ

+
 নাগা

 নাগা সাধুদের আখড়া গুলি  বন্ধ

সুমন সাহা, গঙ্গাসাগর: মহাকুম্ভ থাকার কারণে গঙ্গাসাগরে বেশিরভাগ নাগা সাধুদের আখড়া বন্ধ। গঙ্গাসাগর মেলা মানেই নাগা সাধু-সন্তদের ভিড়। কিন্তু এবছর গঙ্গাসাগর মেলায় ধরা পড়ল না সেই চেনা ছবি।গঙ্গাসাগর মেলা মানেই দেশ দেশান্তরের সাধুসন্তদের মিলনক্ষেত্র। তবে এবার চিত্রটা খানিকটা আলাদা। সাগরমেলায় পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করলেও সেভাবে দেখা মিলছে না নাগা সাধুদের। কারণ মহাকুম্ভ। প্রায় ১৪৪ বছর পর এবার মহাকুম্ভ। আর সেই কারণেই এবার সেই মেলাতে ভিড় জমিয়েছেন সাধুসন্তরা। ফলে অনেকেই এবার সাগরস্নানে আসেননি। ফলে তাঁদের আখড়াও বন্ধ পড়ে রয়েছে।
কুম্ভমেলা না থাকলে প্রতি বছরই গঙ্গাসাগর মেলাতে প্রচুর ভিড় হয়। তবে যে বার পূর্ণ কুম্ভ থাকে সেবার তুলনামূলক কম ভিড় থাকে সাগরমেলায়। যদিও ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন জানিয়েছে ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজার পুণ্যার্থী সাগরমেলায় এসেছেন ও স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে ফিরে গিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান এ কথা।
advertisement
আরও পড়ুন : গঙ্গাসাগরে তৃতীয় লিঙ্গের মানুষজন, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে
প্রশাসন এত সংখ্যক মানুষের পরিসংখ্যান দিলেও তা মানতে নারাজ সাধুসন্ত ও স্থানীয় ব্যবসায়ীরা।এই বিষয়ে এক নাগা সাধু জানান, ‘‘১৪৪ বছর পর মহা কুম্ভ। গঙ্গাসাগরে আসা বেশিরভাগ নাগা সাধুরা মহাপুণ্যের জন্য প্রয়াগরাজে চলে গিয়েছেন। আমরাও চলে যাব। মহাকুম্ভ থাকার কারণে সাধুসন্তদের তেমন দেখা মিলছে না গঙ্গাসাগর মেলায়।’’  নাগা সাধুদের আখড়া কার্যত শুনশান।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: মহাকুম্ভে পুণ্যের টানে গঙ্গাসাগরে সাধুসন্তদের সংখ্যা কিছুটা কম? ফাঁকা আখড়ায় ঘুরপাক খাচ্ছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement