Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে ভাঙল ভিড়ের রেকর্ড! ১ কোটি ১০লক্ষ পুণ্যার্থী করল মকর স্নান
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড়। প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এসেছেন গঙ্গাসাগর মেলায় জানালেন জেলা ও রাজ্য প্রশাসন
গঙ্গাসাগর: এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এসেছেন গঙ্গাসাগর মেলায় জানালেন জেলা ও রাজ্য প্রশাসন। এই গঙ্গাসাগর মেলাতে দেশ-বিদেশ তথা রাজ্য বহু মানুষ এসেছিল পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে স্নান করে কপিলমনির মন্দিরে পুজো দিয়ে ফিরে গিয়েছে বহু তীর্থযাত্রী।
সরকারি রিপোর্ট অনুযায়ী, এ বছর মেলাতে সব রেকর্ড সংখ্যক মানুষ এসেছে, যা প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ এ বছর গঙ্গাসাগর মেলায় এসেছেন বলে জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে। আলো থেকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সিসিটিভি ক্যামেরা, এয়ার অ্যাম্বুলেন্স ক্লোজগার্ড নিরাপত্তার কোনওরকম খামতি রাখা হয়নি জেলা ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: নামখানার কাছে আটকে গঙ্গাসাগর মেলা ফেরত ফেরি! আশঙ্কায় ১৮২ প্রাণ, রক্ষায় উপকূলরক্ষী বাহিনী
advertisement
যদিও এত সংখ্যক মানুষ এ বছর গঙ্গাসাগর মেলাতে এসেছেন তার মধ্যে তাদের আত্মীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১৩ হাজার ৬৭২ জন পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ১৩ হাজার ৬৫১ জন মানুষকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেয়া হয়েছে।
advertisement
জেলা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর গঙ্গাসাগর মেলায় উত্তর প্রদেশ বিহার এবং হরিয়ানা থেকে বেশি সংখ্যক মানুষ এ বছর গঙ্গাসাগর মেলায় এসেছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের মেলাতে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন
আগামী বছর যাতে মেলাতে আবারও আসে তার জন্য আমন্ত্রণ করেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মোটের ওপর এবছর গঙ্গাসাগর মেলা কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া অবাদ এবং শান্তিপূর্ণতে মিটেছে গঙ্গাসাগর মেলা
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে ভাঙল ভিড়ের রেকর্ড! ১ কোটি ১০লক্ষ পুণ্যার্থী করল মকর স্নান