বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, এরই মাঝে এ-কী হল দক্ষিণবঙ্গে! আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

Last Updated:

একদিকে পাহাড় বিপর্যস্ত। অন্যদিকে জলস্তর বৃদ্ধি হতেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের এই জেলাও। উৎসব মিটতেই ফের গঙ্গাপাড়ে ধসের কারণে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

+
উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে বিপর্যয়ের মাঝেই সামশেরগঞ্জের চাচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন 

সামশেরগঞ্জ, তন্ময় মণ্ডল: একদিকে পাহাড় বিপর্যস্ত। অন্যদিকে জলস্তর বৃদ্ধি হতেই বিপর্যস্ত মুর্শিদাবাদ। উৎসব মিটতেই ফের গঙ্গাপাড়ে ধস মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা তীরবর্তী এলাকায় ধস নামে। প্রায় ৫০ মিটার এলাকা ধসে যায়। স্থানীয়দের অনুমান, বৃষ্টির মাঝেই এই ধস। ধসের  কারণে ফের নতুন করে ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর চাচন্ডের বাসিন্দাদের। জানা গিয়েছে, গঙ্গা নদীর পারে ধস নামতে দেখা যায়। প্রায় ৫০ মিটার এলাকা ধসে যায়। স্থানীয় বাসিন্দা খাইরুল আলম বলেন, প্রায় বিঘা খানিক জমি ধসে গিয়েছে।  যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
জানা গিয়েছে, ক্রমশ গঙ্গা নদীর গ্রাসে চলে যাচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রাম ৷ ৫০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর, মধ্যরাত থেকে ধীরে-ধীরে স্থলভাগের আরও ২৫মিটার অংশ নদীতে মিশে গিয়েছে ৷ ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৭৫ মিটার এলাকাকে গ্রাস করেছে গঙ্গা নদী ৷ এই ভাঙনের জেরে বিপজ্জনক পরস্থিতিতে রয়েছে নদীর তীরবর্তী দু’টি বাড়ি ৷ যে কোনও সময় বাড়ি দু’টি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
advertisement
advertisement
উল্লেখ্য, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে নদীর বাঁধে ধস নামতে শুরু করে ৷ শনিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়লে প্রায় কয়েক মুহূর্তে ৫০ মিটার এলাকা নদীতে বিলিন হয়ে যায় ৷ যার জেরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে বাসিন্দারা ৷ প্রাণ বাঁচাতে স্থানীয় স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন সকলে ৷ এ নিয়ে সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ বলেছিলেন, “ক্ষতিগ্রস্ত নদীপাড়ের উপর নজর রাখা হচ্ছে ৷ কিছু ভূমি ধস হয়েছে ৷ তবে, এখনও কোনও বাড়ি ঘরের ক্ষতি হয়নি ৷”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে, এই পরিস্থিতি এখনকারই নয় ৷ পুজোর আগে থেকেই গঙ্গা নদীর ভাঙনের জেরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছিলেন উত্তর ও মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দারা ৷ আতঙ্কের মধ্যে দুর্গাপুজো কাটিয়েছেন এই দুই গ্রামের মানুষজন ৷ বাড়িঘর ছেড়ে, চোখের জলে বহু পরিবারের পুজো কেটেছে ৷ তবে, এবার পরিস্থিতি যা, তাতে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাবে, এই আশঙ্কা করছেন তাঁরা ৷ গ্রামবাসীদের দাবি, প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে, বহু পরিবারকে গাছতলায় আশ্রয় নিতে হবে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, এরই মাঝে এ-কী হল দক্ষিণবঙ্গে! আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement