বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, এরই মাঝে এ-কী হল দক্ষিণবঙ্গে! আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
একদিকে পাহাড় বিপর্যস্ত। অন্যদিকে জলস্তর বৃদ্ধি হতেই বিপর্যস্ত দক্ষিণবঙ্গের এই জেলাও। উৎসব মিটতেই ফের গঙ্গাপাড়ে ধসের কারণে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
সামশেরগঞ্জ, তন্ময় মণ্ডল: একদিকে পাহাড় বিপর্যস্ত। অন্যদিকে জলস্তর বৃদ্ধি হতেই বিপর্যস্ত মুর্শিদাবাদ। উৎসব মিটতেই ফের গঙ্গাপাড়ে ধস মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা তীরবর্তী এলাকায় ধস নামে। প্রায় ৫০ মিটার এলাকা ধসে যায়। স্থানীয়দের অনুমান, বৃষ্টির মাঝেই এই ধস। ধসের কারণে ফের নতুন করে ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর চাচন্ডের বাসিন্দাদের। জানা গিয়েছে, গঙ্গা নদীর পারে ধস নামতে দেখা যায়। প্রায় ৫০ মিটার এলাকা ধসে যায়। স্থানীয় বাসিন্দা খাইরুল আলম বলেন, প্রায় বিঘা খানিক জমি ধসে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
জানা গিয়েছে, ক্রমশ গঙ্গা নদীর গ্রাসে চলে যাচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রাম ৷ ৫০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর, মধ্যরাত থেকে ধীরে-ধীরে স্থলভাগের আরও ২৫মিটার অংশ নদীতে মিশে গিয়েছে ৷ ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৭৫ মিটার এলাকাকে গ্রাস করেছে গঙ্গা নদী ৷ এই ভাঙনের জেরে বিপজ্জনক পরস্থিতিতে রয়েছে নদীর তীরবর্তী দু’টি বাড়ি ৷ যে কোনও সময় বাড়ি দু’টি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টিতে ধসবিধ্বস্ত পাহাড়! দুর্যোগ কী আরও বাড়বে? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
advertisement
উল্লেখ্য, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে নদীর বাঁধে ধস নামতে শুরু করে ৷ শনিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়লে প্রায় কয়েক মুহূর্তে ৫০ মিটার এলাকা নদীতে বিলিন হয়ে যায় ৷ যার জেরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে বাসিন্দারা ৷ প্রাণ বাঁচাতে স্থানীয় স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন সকলে ৷ এ নিয়ে সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ বলেছিলেন, “ক্ষতিগ্রস্ত নদীপাড়ের উপর নজর রাখা হচ্ছে ৷ কিছু ভূমি ধস হয়েছে ৷ তবে, এখনও কোনও বাড়ি ঘরের ক্ষতি হয়নি ৷”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে, এই পরিস্থিতি এখনকারই নয় ৷ পুজোর আগে থেকেই গঙ্গা নদীর ভাঙনের জেরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছিলেন উত্তর ও মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দারা ৷ আতঙ্কের মধ্যে দুর্গাপুজো কাটিয়েছেন এই দুই গ্রামের মানুষজন ৷ বাড়িঘর ছেড়ে, চোখের জলে বহু পরিবারের পুজো কেটেছে ৷ তবে, এবার পরিস্থিতি যা, তাতে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাবে, এই আশঙ্কা করছেন তাঁরা ৷ গ্রামবাসীদের দাবি, প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে, বহু পরিবারকে গাছতলায় আশ্রয় নিতে হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 06, 2025 12:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়, এরই মাঝে এ-কী হল দক্ষিণবঙ্গে! আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা