গঙ্গায় স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড! ৩ কিশোর-কিশোরী জোয়ারের টানে চোখের সামনে তলিয়ে গেল... এখনও খোঁজ মেলেনি!
- Published by:Tias Banerjee
Last Updated:
হুগলির শ্রীরামপুরে সুরকি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের টানে তলিয়ে গেল তিন কিশোর-কিশোরী। নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর।
হুগলির শ্রীরামপুরে ভয়ঙ্কর জলদুর্ঘটনা। সুরকি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের টানে তলিয়ে গেল তিন কিশোর-কিশোরী। সোমবার দুপুরে ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি। নিখোঁজদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) ও রোহন প্রসাদ (১৬) এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে নামে। সুরকি ঘাটে নেমেই জোয়ারের টানে ভেসে যেতে শুরু করে দুই কিশোরী। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে রোহন, কিন্তু শেষরক্ষা হয়নি। তিনজনেই তলিয়ে যায় গঙ্গার গহ্বরে।
advertisement
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। শুরু হয়েছে স্পিডবোটে তল্লাশি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও নিখোঁজদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
advertisement
স্থানীয় কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী জানান, ‘‘তিনজন স্নান করতে নেমেছিল। জোয়ারের টানে দুই নাবালিকাকে তলিয়ে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে রোহন। ওদের বাঁচাতে গিয়েই রোহন নিজেও গঙ্গায় তলিয়ে যায়।’’
রোহনের বাবা রাম প্রসাদ জানান, ছেলে ঘাটের ধারে বসে ছিল। স্নান করতে নামেনি। কিন্তু বিপদে দেখে বন্ধুদের বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেয় সে। তারপর থেকেই নিখোঁজ রোহন। গোটা এলাকায় শোকের ছায়া। পরিবারের লোকেরা আতঙ্ক ও উদ্বেগে ভেঙে পড়েছেন। এখনও চলছে উদ্ধারকাজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 25, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গঙ্গায় স্নান করতে নেমে ভয়ঙ্কর কাণ্ড! ৩ কিশোর-কিশোরী জোয়ারের টানে চোখের সামনে তলিয়ে গেল... এখনও খোঁজ মেলেনি!