Gangarati: ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গারতি, ১০০০ ভক্তকে প্রসাদ বিতরণ, মহাকুম্ভের পুণ্য আবহে বিরাট উৎসব

Last Updated:

Ganga Arati: ৩০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গাআরতি এবং তার পাশাপাশি ১০০০ জন ভক্তকে প্রসাদ বিতরনের আয়োজন করা হল। স্বাভাবিকভাবেই গঙ্গার প্রতি এই শ্রদ্ধা ও ভক্তি দেখে খুশি এলাকার স্থানীয় মানুষজনেরাও

+
চলছে

চলছে গঙ্গাআরতি

শান্তিপুর: শ্যামচাঁদ ঘাটে ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি, ১,০০০ ভক্তকে প্রসাদ বিতরণ। বর্তমানে গোটা দেশজুড়ে মানুষ উচ্ছ্বাসিত মহাকুম্ভ মেলা নিয়ে। ১৪৪ বছর পর মহাকুম্ভের আয়োজন করা হল। গোটা দেশবাসী যখন উচ্ছ্বাসিত মহা কুম্ভের গঙ্গাস্নান নিয়ে। সেই সময়ই মন্দির নগরী নদিয়াতে আয়োজন করা হল এক মহান উদ্যোগের।
জানা যায় ৩০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গারতি এবং তার পাশাপাশি ১০০০ জন ভক্তকে প্রসাদ বিতরণের আয়োজন করা হল। স্বাভাবিকভাবেই গঙ্গার প্রতি এই শ্রদ্ধা ও ভক্তি দেখে খুশি এলাকার স্থানীয় মানুষজনেরাও।
advertisement
advertisement
১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটে আয়োজন করা হল বিশাল গঙ্গা আরতির, যেখানে প্রায় ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে এলাকাবাসীরা গঙ্গার পবিত্রতাকে সম্মান জানালেন। এলাকাবাসীদের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও গঙ্গার আরতি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এলাকার মঙ্গল কামনা ও সকলের কল্যাণের জন্য প্রার্থনা করা। গঙ্গা আরতির পর ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি প্রসাদ বিতরণের। প্রায় ১,০০০ ভক্ত এই প্রসাদ গ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম।
advertisement
শ্যামচাঁদ ঘাটের এই মহতী আয়োজন এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangarati: ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গারতি, ১০০০ ভক্তকে প্রসাদ বিতরণ, মহাকুম্ভের পুণ্য আবহে বিরাট উৎসব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement