Maipith Tiger Attack Update: মজুরি ১০০০ টাকা, সম্বল লাঠি! বাঘ তাড়াতে গিয়ে কীভাবে বাঘের মুখে পড়লেন গণেশ?

Last Updated:

রবিবার রাতে নদী পেরিয়ে মৈপীঠের নগেনবাদ এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে৷ খবর পেয়ে সেখানে যায় বন দফতরের দল৷

কলকাতা: দৈনিক মজুরি ১০০০ টাকা৷ সম্বল হাতে থাকা লাঠি৷ এই নিয়েই বাঘ তাড়াতে যান তাঁরা৷ কিন্তু বাঘ তাড়াতে গিয়ে যে নিজেই বাঘের শিকার হওয়ার উপক্রম হবে, সোমবারের আগে সম্ভবত তা কল্পনাতেও আনেননি দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠেরই বাসিন্দা গণেশ শ্যামলের৷
সোমবার মৈপীঠের বোসের ঘেরি এলাকায় ঢুকে পড়া একটি বাঘ আচমকাই বন দফতরের চুক্তি ভিত্তিক কর্মী গণেশ শ্যামলের উপরে ঝাঁপিয়ে পড়ে৷ শ্যামলবাবুর মাথা কামড়ে ধরে বাঘটি৷ সঙ্গে সঙ্গেই শ্যামলবাবুর সঙ্গে থাকা বন দফতরের অন্যান্য কর্মীরা লাঠি নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন৷ গুরুতর আহত শ্যামলবাবুকে উদ্ধার করে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে বারুইপুর সাব ডিভিশনাল হাসপাতাল হয়ে আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গণেশ শ্যামল৷
advertisement
বনকর্মীকে আক্রমণ বাঘের, লাঠি নিয়ে পাল্টা আক্রমণ রয়্যাল বেঙ্গলকে৷ ছবি- অর্পণ মণ্ডল৷
advertisement
বনকর্মীকে আক্রমণ বাঘের, লাঠি নিয়ে পাল্টা আক্রমণ রয়্যাল বেঙ্গলকে৷ ছবি- অর্পণ মণ্ডল৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, গণেশ শ্যামল দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের অধীনে কুইক রেসপন্স টিমের হয়ে কাজ করেন৷ দৈনিক এক হাজার টাকা মজুরির ভিত্তিতে কাজ করেন তাঁরা৷ লোকালয়ে কোনও বন্যপ্রাণী ঢুকে পড়লে সাধারণত তাদের উদ্ধারে অথবা জঙ্গলে ফেরত পাঠাতে এই দলের ডাক পড়ে৷
advertisement
রবিবার রাতে নদী পেরিয়ে মৈপীঠের নগেনবাদ এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে৷ খবর পেয়ে সেখানে যায় বন দফতরের দল৷ এ দিন সকালে গ্রামের অন্যপ্রান্তে দেখা মেলে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের৷ খবর পেয়ে সেই এলাকায় পৌঁছন বনকর্মীরা৷
advertisement
গণেশ শ্যামল, তাঁর দাদা মঙ্গল শ্যামল সহ ৩২ জন ওই দলটিতে ছিলেন৷ আহত গণেশবাবুর দাদা জানিয়েছেন, বাঘের ভয়ে একজন বৃদ্ধ গাছে উঠে পড়েন৷ তাঁকে সাহায্য করতেই এগিয়ে যান গণেশ শ্যামল৷ তখনই একটি ধানক্ষেতের মধ্যে বাঘটি আচমকা গণেশবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে৷
advertisement
গণেশবাবুর দাদা জানিয়েছেন, এর আগেও একাধিকবার বাঘ তাড়ানোর অভিজ্ঞতা রয়েছে শ্যামলের৷ যদিও এ দিন অন্য অভিজ্ঞতা হল তাঁর৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maipith Tiger Attack Update: মজুরি ১০০০ টাকা, সম্বল লাঠি! বাঘ তাড়াতে গিয়ে কীভাবে বাঘের মুখে পড়লেন গণেশ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement