Mamata Banerjee on Congress: দিল্লিতে আপ-এর ভরাডুবি, ২০২৬-এ বাংলায় কী হবে? কংগ্রেস নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মমতা

Last Updated:

এ দিনের বৈঠকেই বিধায়কদের কার্যত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷

কংগ্রেস নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তৃণমূলনেত্রী৷
কংগ্রেস নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তৃণমূলনেত্রী৷
কলকাতা: দিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আপ-এর৷ আম আদমি পার্টি- কংগ্রেসের দ্বন্দ্বে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি৷ রাজধানীতে খাতা খুলতেই ব্যর্থ কংগ্রেস৷
দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ আরও সংশয়ের মুখে পড়েছে৷ তবে দিল্লির ফল যাই হোক না কেন, আগামী বছর একক দুই তৃতীয়াংশ আসন নিয়েই তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় ফিরবে বলে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকেই এই মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় কংগ্রেসকে দরকারই হবে না তৃণমূলের৷
advertisement
আরও পড়ুন: ‘তিনটি নাম…’ তৃণমূলের নেতৃত্বে এবার বিরাট রদবদল! বিধায়কদের নির্দেশ দিয়ে দিলেন মমতা! নাম যাবে অরূপ বিশ্বাসের কাছে
advertisement
মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলায় ২০২৬ সালে দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরব। বাংলায় কাউকে দরকার পড়বে না। দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস। আপ আবার হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। এখানে আমরাই যথেষ্ট। বাংলায় কংগ্রেসের কিছুই নেই।’
advertisement
এ দিনের বৈঠকেই বিধায়কদের কার্যত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ গত পাঁচ বছরে তাঁর সরকার কী কাজ করেছে, মানুষকে এখন থেকেই তা জানানোর জন্য বিধায়কদের হাতে একটি বইও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি বিধায়কদের মনে করিয়ে দিয়েছেন, যাঁরা মানুষের পাশে থাকবেন, ২০২৬-এ তাঁরাই টিকিট পাবেন৷ সংগঠন সংক্রান্ত বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Congress: দিল্লিতে আপ-এর ভরাডুবি, ২০২৬-এ বাংলায় কী হবে? কংগ্রেস নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement