Ganesh Chaturthi: বর্ধমান শহরে গণেশ চতুর্থীর প্রস্তুতি,মোদকের হরেক রকম ফ্লেভারের চাহিদা তুঙ্গে
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Ganesh Chaturthi: রাত পোহালেই গণেশ চতুর্থী। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব নানা নামে পরিচিত - গণেশ চতুর্থী, বিনায়ক, লম্বোদরা, গণপতি, বিঘ্নহন্তা আরও কত কী! মূলত মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গোয়া, কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার পাশাপাশি এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এ রাজ্যেও।
বর্ধমান,সায়নী সরকার: রাত পোহালেই গণেশ চতুর্থী। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব নানা নামে পরিচিত – গণেশ চতুর্থী, বিনায়ক, লম্বোদরা, গণপতি, বিঘ্নহন্তা আরও কত কী! মূলত মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গোয়া, কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার পাশাপাশি এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এ রাজ্যেও। কলকাতা থেকে শুরু করে বর্ধমান, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, সবাই মেতে উঠেছে গণেশ আরাধনায়। অনেকে আবার বাড়িতেও পুজো করেন। এই পুজোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের মিষ্টির জনপ্রিয়তা,বিশেষ করে মোদক এবং লাড্ডু। আর বর্ধমানে গণেশ পুজোর বাজার মাতাচ্ছে নানান ফ্লেভারের মোদক, যা কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
গণপতি বাপ্পা আসবেন আর বাড়িতে মোদক আসবে না, তাই কখনও হয়!মোদক হল ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ। বিশেষ করে নারকেল ও গুড় দিয়ে তৈরি এই মোদক মহারাষ্ট্রে অত্যন্ত পরিচিত। পুরাণ অনুযায়ী, গণেশজির হাতে সর্বদা মোদক থাকে, যা জ্ঞান, সুখ ও ঐশ্বর্যের প্রতীক। বিশ্বাস করা হয়,২১টি মোদক নিবেদন করলে দেবতা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তবে বর্ধমানের বিসি রোডের এই মিষ্টির দোকানে মোদকের বাইরেও আপনি পাবেন নানান ফ্লেভারের মোদক। যার দাম সাত টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে নানান সাইজে ও দামের লাড্ডু। অন্যান্য মিষ্টি থাকলেও গনেশ চতুর্থীর বাজার মাতাচ্ছে হরেক রকমের মোদক। যার মধ্যে রয়েছে টু ইন ওয়ান, স্ট্রবেরি, ম্যাংগো, চকলেট সহ আরও নানান ফ্লেভারের মোদক। এমনকি এই দোকানে এলে আপনি পাবেন তালের মোদকও।
advertisement
advertisement
বর্ধমানের এই মিষ্টির দোকানে হরেক রকম মোদকের চাহিদা থেকে বোঝা যায়, ধর্মীয় উৎসবের সঙ্গে মিশে গেছে আধুনিকতা। মোদক এখন আর শুধু পুজোর উপকরণ নয়,বরং এক নতুন রূপে তা সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এই অভিনবত্বের ছোঁয়া যেমন উৎসবের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে তেমনই বাড়ছে বিক্রিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 8:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganesh Chaturthi: বর্ধমান শহরে গণেশ চতুর্থীর প্রস্তুতি,মোদকের হরেক রকম ফ্লেভারের চাহিদা তুঙ্গে









