সিদ্ধিদাতার আরাধনায় পিছিয়ে নেই বাংলা, গণেশ চতুর্থীতে রাজ্যের 'এই' অংশ হয়ে ওঠে মিনি মুম্বই! আপনিও গণপতির দর্শন নিয়ে আসুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীতে রাজ্যের এই অংশ যেন হয়ে ওঠে মিনি মুম্বই। পুজোর চার দিন একেবারে মুম্বইয়ের আদলেই চলে আনন্দ উৎসব। এ বছরও তার ব্যতিক্রম নয়।
কাঁকিনাড়া, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৭০টি গণেশ পুজো হয় কাঁকিনাড়ায়। সিদ্ধিদাতার আরাধনায় থিম থেকে শুরু করে সাধারণ প্যান্ডেলেও পুজিত হন গজানন। এই এলাকা যেন একেবারে মিনি মুম্বই হয়ে ওঠে।
উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় গণেশ চতুর্থী মানেই এখন বাঙালির চোখে আলাদা আকর্ষণ। মূলত শিল্পাঞ্চল হওয়ায় হিন্দিভাষী মানুষদের পাশাপাশি বাঙালিরা একত্রিত হয়ে গত কয়েক বছর ধরে বৃহৎ আকারে করছেন গণেশ পুজো। পুজোর চার দিন যেন একেবারে মুম্বইয়ের আদলেই চলে আনন্দ উৎসব। এ বছরও তার ব্যতিক্রম নয়। কাঁকিনাড়ার গণেশ পুজো বিগত কয়েক বছর ধরেই ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে। এখানকার বিসর্জন যাত্রা এবং প্যান্ডেল সজ্জা বিশেষভাবে নজর কাড়ে।
advertisement
আরও পড়ুনঃ খুশিতে ডগমগ! পুজোর আগেই লক্ষ লক্ষ টাকার অর্ডার! ‘এই’ গ্রামের কাঠের পুতুলে সেজে উঠবে ভিনরাজ্যের পুজো প্যান্ডেল
স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকায় হিন্দিভাষী ও মহারাষ্ট্রের পরিবারের সংখ্যা যথেষ্ট থাকলেও এখন বাঙালিরাও একযোগে গণেশ পুজোয় সামিল হচ্ছেন। ফলে এটি কাঁকিনাড়া এলাকার অন্যতম বড় উৎসব হয়ে উঠেছে। এ বছর উল্লেখযোগ্য প্যান্ডেলের মধ্যে রয়েছে কাছারি রোডের ইয়ুথ ফেডারেশন ক্লাবের গণেশ পুজো। এবারের এই পুজোর থিম ভাবনায় ধরা দিচ্ছে ময়ূর মহল। ফুচকা খাওয়ার শালপাতার বাটি, ফোম দিয়েই সাজানো হয়েছে গোটা প্যান্ডেল। ভেতরে সুউচ্চ গণেশ মূর্তিও নজর কাড়বে সকলের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে হাতে গরম টাকা আয় করতে চান! মহিলাদের উপার্জনের নতুন পথ, জানুন এক ক্লিকেই
পাশাপাশি এবার কাঁকিনাড়া গ্যাংম্যান অ্যাসোসিয়েশনের গণেশ পুজোও বিশেষ নজর কাড়ছে। কাঁটাপুকুর এলাকার এই গণেশ উৎসবকে ঘিরে বসে মেলাও। কাঁকিনাড়া কালী মন্দিরের অপরপ্রান্তে এবার বদ্রিনাথের আদলে পুজো মন্ডপ করা হচ্ছে ন’নম্বর ছাত্র সংঘে। মিঠিতলা ১৫ নম্বর গলিতে। মানিক পিঠ যুবক সংঘে এবছর তৈরি হচ্ছে তিরুপতি বালাজি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চারদিন ধরে চলবে অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও বিসর্জনের দিন হাজারও মানুষের ভিড় নামবে কাঁকিনাড়ার রাস্তায়। বিশালাকার প্রতিমা, ঢাক-ঢোল, ডিজে ও শোভাযাত্রা মিলিয়ে এ যেন সত্যিই এক টুকরো মিনি মুম্বইয়ের রূপ। উৎসবের কয়েক দিন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন চলাচলে বিশেষ নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিদ্ধিদাতার আরাধনায় পিছিয়ে নেই বাংলা, গণেশ চতুর্থীতে রাজ্যের 'এই' অংশ হয়ে ওঠে মিনি মুম্বই! আপনিও গণপতির দর্শন নিয়ে আসুন