Ganesh Chaturthi 2024: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! সিদ্ধিদাতাকে রাখুন ঠিক এই জায়গায়, তবে ভুলেও করবেন না 'এই' কাজ...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Ganesh Chaturthi 2024: প্রথমেই আপনাকে পুজোর জন্য স্থান নির্বাচন করতে হবে। সেখানে প্রতিমা রাখার জন্য একটি স্থান তৈরি করতে হবে।
পশ্চিম বর্ধমান : বাড়িতে অনেকেই নানান পুজো উপলক্ষে প্রতিমা নিয়ে আসেন। পুজো করান। শনিবার পালিত হচ্ছে গণেশ উৎসব। অনেকের বাড়িতেই সিদ্ধিদাতার পুজো হয়। কিন্তু প্রতিমা নিয়ে আসার পর কোথায় তাকে স্থান দেবেন? কিভাবে পুজোর জায়গাটি সাজিয়ে তুলবেন, তা বুঝে উঠতে পারেন না সবাই। বাড়িতে মন্ডপ সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পরিবারে সদস্যদের।
তারই সহজ উপায় দেখিয়ে দিলেন এক শিল্পী। DIY পদ্ধতি অর্থাৎ ডু ইট ইওরসেলফ পদ্ধতিতে বাড়িতে সহজেই মন্ডপ সাজিয়ে তুলতে পারবেন। কিছু সামান্য জিনিসপত্র ব্যবহার করে পুজোর জায়গাটিকে অসাধারণ ভাবে সাজিয়ে তোলা যাবে। পেশাদারদের ক্ষেত্রে যে সময় লাগে, হয়তো অপেশাদারদের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। তবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা যাবে মন্ডপ। তিনি বলছেন, এক্ষেত্রে প্রথমেই আপনাকে পুজোর জন্য স্থান নির্বাচন করতে হবে। সেখানে প্রতিমা রাখার জন্য একটি স্থান তৈরি করতে হবে।
advertisement
advertisement
এক্ষেত্রে টেবিল অথবা পুজোর চৌকি ব্যবহার করতে পারেন। তারপর চারিদিকে পিভিসি পাইপ দিয়ে একটি কাঠামো তৈরি করতে হবে। এই কাঠামের উপরেই আপনি বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করে মন্ডপটি সাজিয়ে তুলতে পারবেন। চাইলে শুধু প্রতিমার পিছনের দিকের অংশ সাজিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে চতুর্দিকে পিভিসি পাইপের কাঠামো না করে একদিকে কাঠামো করলেও হবে। এছাড়াও কাঠামো তৈরি নিয়ে আপনার অন্য চিন্তা ভাবনা থাকলে সেটিও প্রয়োগ করতে পারেন।
advertisement
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
কাঠামো তৈরি হয়ে গেলে তার উপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, থার্মোকলের কাজ অথবা প্যান্ডেল সাজানোর বিভিন্ন রঙিন কাপড় দিয়ে পুরো জায়গাটিকে সাজিয়ে তুললে, সেটি সুদৃশ্য হবে। এছাড়াও আপনি মূর্তির সামনের জায়গা বিভিন্ন ফুল দিয়ে রঙ্গোলি আকারে সাজিয়ে তুলতে পারেন। সেখানে ব্যবহার করতে পারেন প্রদীপ অথবা মোমবাতি। এছাড়াও পুরো জায়গাটিকে রং-বেরঙের নানান লাইট দিয়ে সাজিয়ে তুলুন। তাহলে বাড়িতে তৈরি হয়ে যাবে গণেশ পুজোর সুন্দর একটি মন্ডপ।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2024 5:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ganesh Chaturthi 2024: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! সিদ্ধিদাতাকে রাখুন ঠিক এই জায়গায়, তবে ভুলেও করবেন না 'এই' কাজ...