সবুজ স্বপ্ন গড়ে দেবে স্বাবলম্বী হওয়ার পথ, কাশীপুরে ফলচাষে নবযাত্রা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
প্রান্তিক এলাকার চাষিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। ফলে এলাকার সার্বিক অর্থনৈতিক অবস্থারও উন্নত হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের সুবিধাও চাষিদের দেওয়া হবে
পুরুলিয়া, শান্তনু দাস: জেলায় সবুজায়নের লক্ষ্যে এবং প্রত্যন্ত গ্রামের চাষিদের ফল চাষে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবার বিরাট পদক্ষেপ নিল প্রশাসন। পুরুলিয়ার কাশীপুর ব্লকে প্রশাসনের এক সাহসী ও সুদূরপ্রসারী উদ্যোগ এবার বদলে দিতে চলেছে প্রান্তিক চাষিদের ভবিষ্যৎ। কাশীপুর ব্লক এলাকাজুড়ে ফল চাষের সম্প্রসারণ ঘটানো ও পরিবেশকে আরও সবুজ এবং স্বাস্থ্যকর করে তুলতে প্রত্যন্ত গ্রামের চাষিদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া শুরু হল আম, পেয়ারা, লেবু, ডালিম সহ নানা উপযোগী ও অর্থকরী ফল গাছের চারা। এই সমস্ত ফল গাছের চারাগুলি কাশীপুর ব্লক কার্যালয় থেকে প্রত্যন্ত গ্রামের চাষিদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রকৃতি সুরক্ষিত হবে, তেমনই প্রান্তিক এলাকার চাষিরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। ফলে এলাকার সার্বিক অর্থনৈতিক অবস্থারও উন্নত হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের সুবিধাও চাষিদের দেওয়া হবে, যাতে তাঁরা নিজেরা স্বাবলম্বী হতে পারেন।
আরও পড়ুন: টোটোয় করে মিড ডে মিলের ১ কুইন্টাল চাল পাচারের চেষ্টা! প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
এই প্রকল্প যদি সফলভাবে এগিয়ে চলে, তবে শুধু কাশীপুর নয়, গোটা পুরুলিয়ার জন্য এটি হয়ে উঠবে এক রোল মডেল। যেখানে প্রকৃতি, কৃষি ও মানুষ হাতে হাত মিলিয়ে গড়ে তুলবে এক সবুজ, সমৃদ্ধ এবং সুন্দর ভবিষ্যৎ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাশীপুরের গ্রাম থেকে গ্রামে এখন শুধুই সবুজের ছোঁয়া, সম্ভাবনার আলো আর আত্মবিশ্বাসের নতুন সূচনা। এই উদ্যোগ যেন শুধু গাছের চারাই নয়, বরং এক একটি আশার বীজ। যা চাষির ঘরে ফিরিয়ে আনবে সুখ, আর মাটির বুক জুড়ে গড়ে তুলবে সবুজ স্বপ্নের বাগান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:30 PM IST