Success Story: সালার থেকে মহাকাশ গবেষণায় মামতাজুল হাসান! খুশির হাওয়া জেলায়
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ইতিহাস গড়লেন মুর্শিদাবাদের সালারের সন্তান মহম্মদ মামতাজুল হাসান। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম, প্রতিকূলতা ছিল সঙ্গী, তবুও থেমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব—ISRO-তে। যোগদান করছেন একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসাবে।
মেধাবী এই ছাত্রের জন্য আজ গোটা মুর্শিদাবাদের বুক গর্বে চওড়া। গর্বে আপ্লুত বাবা-মাও। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং দুরন্ত অধ্যাবসায়ের মাধ্যমে এ হেন অসাধ্য সাধন করেছেন মুর্শিদাবাদের সালারের মহম্মদ মামতাজুল হাসান। ছোট থেকে এই মেধাবী ছাত্র লেখাপড়ায় অত্যন্ত ভাল ছিলেন। এই মেধাবী ছাত্রই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-য় একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছেন। চলতি মাসের ৫ তারিখেই তাঁর কাছে এসে পৌঁছেছে অ্যাপয়নমেন্ট লেটার। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মামতাজুল প্রমাণ করলেন—স্বপ্ন যদি বড় হয়, সাহস থাকলে সালারের মাটিতেও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রার।
advertisement
advertisement
মামতাজুলের বাবা মহম্মদ আজগর আলি সালারের রেজিস্ট্রি অফিসে কপি রাইটার। মামতাজুল হাসানের মা একটি স্কুলের প্যারাটিচার। নিজের এই দুরন্ত সাফল্য প্রসঙ্গে মামতাজুল হাসান বলেন, “এটা কোনওদিন ভাবিনি। এই মাসের ৫ তারিখ আমি অ্যাপয়নয়মেন্ট লেটার পেয়েছি। অনুভূতিটি ঠিক কী তা মুখে বলে প্রকাশ করতে পারব না। পরিশ্রমের কোনও বিকল্প নেই। লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করলেই সফলতা আসবে। আমি প্রথমে বেসরকারি সংস্থায় চাকরি করতাম। সরকারি চাকরির পরীক্ষাতেও বসতাম। অনেকগুলি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি। এটায় হয়ে গেল। আমিও যখন এই চাকরির কথা জানলানম, চোখে জল এসে গিয়েছিল।” তাঁর এই অসাধারণ অর্জন শুধুমাত্র পারিবারিক নয়, গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: সালার থেকে মহাকাশ গবেষণায় মামতাজুল হাসান! খুশির হাওয়া জেলায়