North 24 Parganas News: বিকেলের পরও এত দেরিতে চলছে ট্রেন! ফিরতি পথে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের মধ্যে
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
North 24 Parganas News: সকালের দিকে ট্রেন সঠিক সময়ের থেকে ১৫-২০ মিনিট দেরিতে চললেও বেলা যত বেড়েছে সেই সময়সূচি আধঘন্টা থেকে একঘন্টা পর্যন্ত দেরিতে চলেছে।
উত্তর ২৪ পরগনা: সকাল গড়িয়ে বিকেল হলেও বদলালো না ট্রেন যাত্রায় হয়রানির ছবি। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা থাকলেও বাস্তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও প্রায় ঘন্টা খানেক দেরিতে চলছে ট্রেন বলেই জানাচ্ছেন যাত্রীরা। ট্রেন চলাচল করলেও সময়সূচির সঙ্গে কোন মিল নেই বলেও দাবি যাত্রীদের।
সকালের দিকে ট্রেন সঠিক সময়ের থেকে ১৫-২০ মিনিট দেরিতে চললেও বেলা যত বেড়েছে সেই সময়সূচি আধঘন্টা থেকে একঘন্টা পর্যন্ত দেরিতে চলেছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তারও কোন সঠিক তথ্য নেই, দীর্ঘক্ষণ স্টেশনে দাড়িয়ে যাত্রীরা। ট্রেনেও ভিড় হচ্ছে। রেল সূত্রে খবর দমদমে ইন্টারলকিং এর কাজ হওয়ায় কিছুটা হলেও ধীরে চলছে ট্রেন।
advertisement
advertisement
তবে বিকাল ৫টার পরও বনগাঁ লাইনের বিভিন্ন স্টেশনে আসা ট্রেনে খোঁজ নিয়ে জানাযায়, সকালে যে পরিমাণ লেট হচ্ছিল ট্রেন, সেই লেট বাড়তে বাড়তে দিনের শেষ লগ্নে এসে দু’ঘন্টার কাছাকাছি লেট হয়েছে কোন কোন ট্রেন। যাত্রীরা জানান গন্তব্যে যাওয়া পর্যন্ত ট্রেন মাঝেমধ্যেই প্লাটফর্মগুলিতে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকছে।
বিশেষ করে দমদম ঢোকার আগে যাত্রীরা বিরক্ত হচ্ছেন ভিড় ট্রেনে দাঁড়িয়ে থেকে। অনেকে আবার ভিড়ের কারণে ডিরেক্ট ট্রেনের জন্য অপেক্ষা না করে, যে ট্রেন পাচ্ছেন তাতেই উঠে গন্তব্যে পৌঁছতে চেষ্টা করছেন। এমন চলতে থাকলে রাতে অফিস ফেরত যাত্রীদেরও একইভাবে ভোগান্তির শিকার হতে হবে বলেও মনে করা হচ্ছে। এখন কতক্ষণে ট্রেন চলাচল সময়সূচি মেলে চলে সে দিকেই তাকিয়ে নিত্য যাত্রীরা। তবে এই দেরি হওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি রেলের আধিকারিকরা।
advertisement
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2024 8:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিকেলের পরও এত দেরিতে চলছে ট্রেন! ফিরতি পথে ভোগান্তির আশঙ্কা যাত্রীদের মধ্যে









