৩২২ বছরের পুরনো কনৌজের আড়রার ইতিহাস জড়িয়ে! পুরুলিয়ার মিশ্র পরিবারের দুর্গাপুজো তিন শতাব্দীর ঐতিহ্য

Last Updated:

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আড়রা গ্রামের মিশ্র পরিবারের দুর্গাপুজো এক অনন্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। প্রায় ৩২২ বছর আগে অর্থাৎ ১৮ শতকের শুরুতে এই পুজোর সূচনা হয়েছিল।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার আড়রা গ্রামের মিশ্র পরিবারের দুর্গাপুজো 

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আড়রা গ্রামের মিশ্র পরিবারের দুর্গাপুজো এক অনন্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। প্রায় ৩২২ বছর আগে অর্থাৎ ১৮ শতকের শুরুতে এই পুজোর সূচনা হয়েছিল।
বিশ্বাস করা হয়, এই পরিবারটি ১৬৫০ সালের কাছাকাছি সময় উত্তর ভারতের কনৌজ অঞ্চল থেকে মুঘল অত্যাচারের হাত থেকে বাঁচতে পুরুলিয়ার এই আড়রা গ্রামে এসে বসতি স্থাপন করে। তারপর এখানেই প্রতিষ্ঠিত হয় মিশ্র পরিবারের বংশ। পরবর্তী সময়ে পরিবারের এক প্রখ্যাত সদস্য রাজারাম মিশ্রের উদ্যোগেই শুরু হয় দুর্গা পুজো। তার হাত ধরেই প্রতিষ্ঠা পায় বহু শতাব্দীপ্রাচীন মিশ্র পরিবারের এই পুজো।
advertisement
এই পুজোর রয়েছে বেশ কিছু নজিরবিহীন রীতিনীতি ও ঐতিহাসিক সংযোগ। মিশ্র পরিবারে সংরক্ষিত রয়েছে ‘রামচরিত’ ও ‘চণ্ডী’র দুটি অমূল্য পুঁথি, যা লেখা হয়েছিল হরিতকী পুড়িয়ে তৈরি করা কালি দিয়ে, সম্ভবত এক শতাব্দীরও বেশি আগে। আজও সেই পুঁথিগুলির নির্দেশনা মেনেই দুর্গা পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়, যা এই মিশ্র পরিবারের পুজোকে আরও বেশি ঐতিহাসিক ও বৈচিত্র্যময় করে তোলে।
advertisement
advertisement
এই পুজোয় আরও এক গুরুত্বপূর্ণ দিক হল, এই পুজোয় দেবী দুর্গার সঙ্গে পুজিত হয় পরিবারের দুই ঐতিহাসিক \’তরোয়াল\’।
একটি তরোয়াল পরিবারের সদস্যরা কনৌজ থেকে এনেছিলেন অপরটি মিশ্র পরিবারকে উপহার দিয়েছিল পঞ্চকোট রাজবংশ। এই তরোয়ালদ্বয় দেবীর শক্তির প্রতীক হিসেবে পূজিত হয়, যা একাধারে ধর্মীয় শ্রদ্ধা ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন বহন করে।
আড়রা গ্রামের মিশ্র পরিবারের দুর্গাপুজো কেবলমাত্র একটি পারিবারিক পুজো নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব সংমিশ্রণ।
advertisement
তিন শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো আজও তার প্রাচীনতা ও বিশিষ্টতা অক্ষুণ্ণ রেখে চলেছে, যা বাংলার লোকজ ঐতিহ্যের ধারায় এক অমূল্য সংযোজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩২২ বছরের পুরনো কনৌজের আড়রার ইতিহাস জড়িয়ে! পুরুলিয়ার মিশ্র পরিবারের দুর্গাপুজো তিন শতাব্দীর ঐতিহ্য
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement