বিয়ের আসরে রক্তদান শিবির- গাছের চারা বিলি থেকে বৃক্ষরোপণ!‘অন্য রকম’ ভাবে চারহাত এক হল মহিষাদলে
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মহিষাদলের বাসিন্দা বর কুশল এবং খেজুরির বাসিন্দা কনে দাত্রয়ীর বিয়ে উপলক্ষেই এই ভিন্নধর্মী বিয়ের আসর দেখা গেল শুক্রবার।
মহিষাদল: বিয়ের আসরে চলছে রক্তদান শিবির, সঙ্গে চলছে গাছের চারা বিলি আর বৃক্ষরোপণ। ‘অন্য রকম’ এক বিয়ের আসর দেখা গেল মহিষাদলে।
মহিষাদলের বাসিন্দা বর কুশল এবং খেজুরির বাসিন্দা কনে দাত্রয়ীর বিয়ে উপলক্ষেই এই ভিন্নধর্মী বিয়ের আসর দেখা গেল শুক্রবার।
দুই পরিবারের আয়োজনে গাছ দান, রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আসর বসে। বর ও কনে যাত্রীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন ব্লাড ব্যাঙ্কের কর্মী এবং বৃক্ষপ্রেমীরাও।
advertisement
হইহুল্লোড়, ভুরিভোজ আর অতিথি আপ্যায়নের মাঝেই বিয়ের অনুষ্ঠানে এই অন্যরকম আয়োজন ঘিরে জোর তৎপরতা দেখা গেল মহিষাদলের রঙ্গিবসানে।
advertisement
বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই সামাজিক কর্মসূচি বলে পরিবারের লোকজন জানান। রীতি মেনে বিয়ে এবং বৌভাতের আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। হল গাছের চারা বিলি এবং বৃক্ষরোপণ। ‘নবজীবন’ সুখের হোক, সেই বার্তাই এ দিন দেওয়া হল।
আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে রাস্তায় রাস্তায় ঝাঁট দিয়ে বেড়ান বর্ধমানের ব্যবসায়ী! উদ্দেশ্য দুই
বর কুশল নিজেই রক্তদান করে ওই শিবিরের সূচনা করেন। আমন্ত্রিতরাও এক এক করে রক্তদান করেন। রক্তদান শিবিরের পর নববধূ দাত্রেয়ী বৃক্ষরোপণ করেন।
advertisement
তাঁর কথায়,‘‘সবুজের সঙ্গে আমরা সবাই নতুন সৃষ্টির তরে।’’ রক্তদানকারীদের প্রত্যেককেই এদিন একটি করে চারাগাছ উপহার তুলে দেন নবদম্পতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 29, 2025 5:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের আসরে রক্তদান শিবির- গাছের চারা বিলি থেকে বৃক্ষরোপণ!‘অন্য রকম’ ভাবে চারহাত এক হল মহিষাদলে








