সরকারি হাসপাতালে বিনামূল্যে ২৮ জনের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বসানো হল ৩৯টি স্টেন্ট! কোথায় এই নজির?

Last Updated:

সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি অপারেশন করা হয়েছে, পুরোটাই সফল

সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি অপারেশন করা হয়েছে। প্রতীকী ছবি
সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি অপারেশন করা হয়েছে। প্রতীকী ছবি
নদিয়া, রঞ্জিত সরকারঃ সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ৮ ঘণ্টায় ২৮ জনের ৩৯টি স্টেন্ট বসানো হল। নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে এই নজির সৃষ্টি হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র এই নজির গড়লেন।
চিকিৎসক চন্দন মিশ্র জানান, ৮ ঘণ্টায় ২৮ জনের ৩৯টি স্টেন্ট বসানো হয়েছে। প্রত্যেকেই সুস্থ। সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি অপারেশন করা হয়েছে। পুরোটাই সফল। মূলত ৫০ থেকে ৬৫ বছর বয়সের রোগীদের এই স্টেন্ট বসানো হয়েছে। রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীদের চুরি! সীমান্ত এলাকায় বিএসএফ যা করল…! বন্ধ হবে সব দৌরাত্ম্য
এই অপারেশনের পর খুশি রোগীরা। তাঁরা জানান, স্টেন্ট বসাতে কোনও টাকা লাগেনি। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। তাঁরা এখন ভালো ও সুস্থ রয়েছেন।
advertisement
advertisement
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসা পরিষেবাও অত্যন্ত খরচ সাপেক্ষ হয়ে গিয়েছে। স্টেন্ট বসাতে গেলেও ভালো টাকা খরচ হয়। তবে এবার নদিয়ার কল্যানী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ৮ ঘণ্টায় ২৮ জনের ৩৯টি স্টেন্ট বসানো হল। চিকিৎসক চন্দন মিশ্র এই নজির গড়লেন। রোগীরা প্রত্যেকেই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি হাসপাতালে বিনামূল্যে ২৮ জনের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, বসানো হল ৩৯টি স্টেন্ট! কোথায় এই নজির?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement