Online Fraud : চাকরির নিয়োগপত্র নিয়ে স্কুলে হাজির মহিলা! 'চিঠি' দেখে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের, এমন জালিয়াতি সম্প্রতি হয়নি!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Online Fraud- পুরুলিয়ার শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে জাল নিয়োগের মেল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি দফতরের ভুয়ো মেল আইডি ব্যবহার করে কোনও প্রতারণা চক্র স্কুল কর্তৃপক্ষ ও এক মহিলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ।
বোরো, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : প্রতারণার আরও এক নয়া ফাঁদ প্রকাশে এল। যা দেখে রীতিমতো চমকে উঠতে হচ্ছে সকলকে। এবার প্রতারণার জন্য ব্যবহার করা হল সরকারি দফতরের ভুয়ো মেল আইডি।
পুরুলিয়ার শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে জাল নিয়োগের মেল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি দফতরের ভুয়ো মেল আইডি ব্যবহার করে কোনও প্রতারণা চক্র স্কুল কর্তৃপক্ষ ও এক মহিলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ।
প্রসঙ্গত এই ঘটনাটি ঘটে ২৬ অগাস্ট। ঐশ্বর্য চন্দ্র নামে এক মহিলা নিয়োগপত্র হাতে নিয়ে শুশুনিয়া একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে হাজির হন। কিন্তু এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আগে কোনও নির্দেশ না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
এই ঘটনার ঠিক দু-দিন পর অর্থাৎ ২৮ অগাস্ট বিকেলে স্কুলের অফিসিয়াল মেলে ওই মহিলার নিয়োগ সংক্রান্ত একটি চিঠি আসে। এই ঘটনার বেশ খানিকক্ষণ পরই উপজাতি উন্নয়ন দফতরের নামে তৈরি আরেকটি ভুয়ো মেল আইডি থেকে রাজ্যের প্রধান সচিবের নাম ব্যবহার করে ওই মহিলার নামে নিয়োগের নির্দেশ পাঠানো হয়।
এর পরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন দফতরের সঙ্গে যোগাযোগ করেন তারা। বুঝতে পারেন, এটি সম্পূর্ণ ভুয়ো চিঠি। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই স্কুলের অধ্যক্ষ অজয় তিওয়ারি বোরো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- প্যান্ডেলে নয়, এবার ঠাকুরঘরে সারাবছর মা দুর্গা! ঠিকানা জেনে আজই বুক করুন
নিয়োগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য। এরই মাঝে পুরুলিয়ায় ভুয়ো নিয়োগের প্রতারণা চক্রের হদিশ মেলায় বেশ খানিকটা চিন্তার ভাঁজ ফেলেছে শিক্ষক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Online Fraud : চাকরির নিয়োগপত্র নিয়ে স্কুলে হাজির মহিলা! 'চিঠি' দেখে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের, এমন জালিয়াতি সম্প্রতি হয়নি!