Fake Currency: জেলায় লক্ষাধিক টাকার জাল নোট ছড়িয়ে, তদন্তে নেমে বড় সাফল্য পুলিশের

Last Updated:

Fake Currency: জাল নোট সহ ৭ জনের একটি বড় প্রতারণা চক্রকে গ্রেফতার করে বড় সাফল্য পেল বারাসাত জেলা পুলিশ

উদ্ধার টাকা
উদ্ধার টাকা
উত্তর ২৪ পরগনা: ৬৯ লক্ষ টাকার জাল নোট সহ ৭ জনের একটি বড় প্রতারণা চক্রকে গ্রেফতার করে বড় সাফল্য পেল বারাসাত জেলা পুলিশ। জানা গিয়েছে বারাসাত পুলিশ জেলার অন্তর্গত দুটি থানা এলাকায় জাল বিস্তার করেছিল এই প্রতারনা চক্র যার শিকার হচ্ছিলেন বহু মানুষ।
এদিন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শনিলাঙ্গী রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জানান, দেগঙ্গা থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই চক্রের হদিস পায়। অভিযোগ, দেগঙ্গা থানা এলাকায় তিন জন একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। এরপর সেখানে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তল্লাশি চালালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬৯ লক্ষ জাল নোট উদ্ধার হয়। যার মধ্যে ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপর এই বিপুল অংকের টাকা কোথা থেকে আসলো তা নিয়ে জিজ্ঞাসা করা হলে কোন রকম সদ উত্তর দিতে পারেনি। এরপরই তাদের গ্রেপ্তার করে তদন্ত চালানোর মাঝেই, অশোকনগর থানা এলাকার এহেন আরও একটি প্রতারণা চক্রের হদিস মেলে।
advertisement
আরও পড়ুন: ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকেরা, রাজ্যে প্রথম মাখনা প্রসেসিং ক্ল্যাস্টার তৈরির উদ্যোগ মালদহে
জানা যায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রলোভন মূলক বিজ্ঞাপন দিয়ে অশোকনগর থানা এলাকায় এক ব্যক্তির থেকেও ৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে, পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে। এই দুটি থানা এলাকার গ্রেপ্তার হওয়া জিতের। এ ধরনের প্রতারণা চক্র তৈরি করে বহু লোককে প্রতারিত করছিল বলে তদন্তে উঠে আসে। অভিযুক্তরা বিভিন্ন মানুষকে এই টাকা দেখিয়ে তাদের প্রতারণার শিকার বানাতেন। ২০০০ টাকার নোট বদলে দেওয়ার কথা বলে ধরিয়ে দেওয়া হতো জাল নোট।
advertisement
advertisement
ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ। পাশাপাশি এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় ছাপা হচ্ছিল তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এই প্রতারণা চক্রের হদিস পাওয়ায়, জেলার একটি বড় অংশের মানুষ বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বলেই মনে করছে সচেতন নাগরিকরা।
advertisement
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Currency: জেলায় লক্ষাধিক টাকার জাল নোট ছড়িয়ে, তদন্তে নেমে বড় সাফল্য পুলিশের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement