বাড়ি নাকি প্রাসাদ! আবাস যোজনায় নাম তৃণমূল উপ প্রধানের 'প্রয়াত' বাবারও
- Published by:Satabdi Adhikary
- Written by:Saradindu Ghosh
Last Updated:
সম্প্রতি, রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন শুভেন্দু-সুকান্তরা। তারপরেই, প্রাপকদের নামের তালিকা যাচাই করতে বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য প্রশাসন
#দক্ষিণবঙ্গ: তৃণমূলের উপসপ্রধান। কিন্তু, তাঁর প্রাসাদোপম বাড়ি দেখলে চক্ষুচড়কগাছ হয়ে যাবে। এখানেই শেষ নয়, উপপ্রধানের স্ত্রী, বাবা এমনকি, দুই ভাইয়ের নামও রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডধঘোষে। তীব্র অস্বস্তিতে শাসকদল। অন্যদিকে, উপপ্রধানের আজব দাবি, তাঁর অজ্ঞাতেই নাকি, তাঁর নাম উঠে গেছে সরকারি আবাস যোজনাযর তালিকায়। দাবি ওই উপ প্রধানের।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তৃণমূল পরিচালিত শাঁকারি-১ গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতেরই উপ প্রধান জাহাঙ্গির শেখ। জাহাঙ্গিরের বাড়ি খণ্ডঘোষের কেশবপুর গ্রামে। এই জাহাঙ্গিরেরই বাড়ির প্রায় প্রতিটি সদস্যের নাম উঠে এসেছে আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকায়। যা নিয়ে বিতর্ক চরমে।
advertisement
advertisement
ঘটনার সরেজমিন তদন্ত করতে গিয়ে প্রদি পদে পদে অবাক হচ্ছেন প্রশাসনিক কর্মীরা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার তালিকায় জাহাঙ্গির শেখের স্ত্রী সীমা শেখ, প্রয়াত বাবা শেখ মহসিন, দুই ভাই আলমগির শেখ এবং আজমগির শেখের নাম নথিভুক্ত হয়েছে। তদন্ত করে আবাস যোজনার তালিকা থেকে ওই চার জনের নাম বাদ দেওয়া হচ্ছে।
advertisement
আবাস যোজনার নিয়ম অনুয়াযী, যাঁরা গৃহহীন বা কাঁচাবাড়ির মালিক, তাঁরা এই সরকারি আবাস যোজনায় প্রকল্পে পাকা ঘর পান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিতে সেই সব বাসিন্দাদের নাম নথিভুক্ত করা হয় তালিকায়। কিন্তু এ ক্ষেত্রে তো কিছুই মিলছে না। চারতলা বিশাল বাড়ির মালিকের পরিবারের চারজনের নাম সরকারি আবাস যোজনার তালিকায় কী ভাবে উঠে এল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
advertisement
সম্প্রতি, রাজ্যজুড়ে আবাস যোজনা নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন শুভেন্দু-সুকান্তরা। তারপরেই, প্রাপকদের নামের তালিকা যাচাই করতে বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন স্তরে সরেজমিন পরিদর্শন করে তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেই যাচাইয়ের সূত্র ধরেই খণ্ডঘোষ ব্লকে শাঁকারি-১ পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের চারজনের তালিকায় নাম থাকার বিষয়টি সামনে আসে।
এ ব্যাপারে ওই উপ প্রধান বলেন, "আমি তৈরি শুরু করেছি ২০২০ সালে। ওই তালিকা ২০১৬ সালের। তালিকায় আমার নাম নেই। আমার স্ত্রী সহ চারজনের নাম কী ভাবে ওই তালিকায় উঠেছিল তা জানি না। জানা মাত্র বিডিওর কাছে নাম বাতিলের আবেদন জানিয়েছি। প্রশাসনের কর্মীরা সেই নাম বাতিল করে দিয়েছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 12:55 PM IST