Fire Breaks Out : ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! স্টেশন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে ছাই দোকান-সহ চারটি বাড়ি
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
Fire Breaks Out : স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল একটি দোকান-সহ চারটি বাড়ি। ঘটিনাটি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।
বসিরহাট : স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল একটি দোকান-সহ চারটি বাড়ি। ঘটিনাটি উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ স্টেশন সংলগ্ন একটি বস্তিতে রবিবার ভোর রাতে হঠাৎ আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় বস্তি এলাকায়। বস্তিতে থাকা চারটি বাড়ি ও একটি দোকান মুহূর্তের মধ্যে পড়ে ছারখার হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে গেলে, ঘটনাটি এলাকাবাসীর নজরে আসতেই গ্রামের মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু ততক্ষণে সিংহভাগই আগুনের গ্রাসে পুড়ে ছাই।
advertisement
advertisement
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির একাধিক মালপত্র। পুড়ে যায় গ্যাস সিলিন্ডার-সহ আসবাবপত্র। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও এলাকার বাসীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। আগুন লাগার এখনও সঠিক কারণ জানতে পারেনি দমকলের কর্মীরা। আগুন লাগার পর একটি গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 21, 2024 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Breaks Out : ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! স্টেশন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে ছাই দোকান-সহ চারটি বাড়ি









