Purulia News: সবুজের ছোঁয়া এবার বাড়ির অন্দরমহলেও, বনমহোৎসবকে ঘিরে নয়া উদ্যোগ বনদফতরের

Last Updated:

Purulia News: প্রতিনিয়ত যেভাবে গরমের দাপট বেড়েই চলেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কমছে বৃষ্টির পরিমাণ। এই অবস্থায় গাছ লাগানোর উপরেই অনেকখানি জোর দিচ্ছে বনদফতর।

+
বাড়ির

বাড়ির অন্দরমহলে বৃক্ষরোপণ

পুরুলিয়া: বনমহোৎসব শুরু হয়েছে জেলাজুড়ে। ‌ এই উৎসবকে কেন্দ্র করে গোটা জঙ্গলমহল যেন অন্যরকম সাজে সেজে উঠেছে। শুধু বাড়ির বাগান বা উঠোনে নয়, বহুতল ফ্ল্যাটে ইনডোর প্ল্যান্ট বিলি করে বৃক্ষরোপণ করতে চলেছে বনদফতর। ‌এই কর্মসূচি নিয়ে ডিএফও এডিএফও পদমর্যাদার আধিকারিকেরাও ফ্ল্যাটে গিয়ে প্রচার করবেন বলে জানা গিয়েছে।
শুধু প্রচার নয়, বহুতল ফ্ল্যাটগুলিতে ইনডোর প্ল্যান্ট বিলি করবে বনদফতর। কীভাবে এই ইনডোর প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ করতে হয়, সে বিষয়েও অবগত করা হবে শহরবাসী। বৃহস্পতিবার সূচনা হয় বন মহোৎসবের। ‌সেখান থেকেই ১৯ লক্ষ ২০ হাজার চারা বিলি করার কথা জানিয়েছে বনদফতর।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ”সমস্ত জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করছি। সার্বিকভাবে তার প্রচার চলছে। বহুতল আবাসন বা ফ্ল্যাটে থাকা মানুষজনদের যাতে বৃক্ষ রোপনের অভ্যাস তৈরি হয়, সেই কথা মাথায় রেখে আমরা ইনডোর প্ল্যান্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এছাড়াও স্কুল-কলেজেও আমরা বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছি।”
প্রতিনিয়ত যেভাবে গরমের দাপট বেড়েই চলেছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কমছে বৃষ্টির পরিমাণ। এই অবস্থায় গাছ লাগানোর উপরেই অনেকখানি জোর দিচ্ছে বনদফতর। ‌ আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই নেওয়া হয়েছে একের পর এক পরিকল্পনা। বৃক্ষরোপনের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য চলছে অভিনব প্রচার।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সবুজের ছোঁয়া এবার বাড়ির অন্দরমহলেও, বনমহোৎসবকে ঘিরে নয়া উদ্যোগ বনদফতরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement