বহুমূল্য শিশুগাছ কেটে বিক্রি! কাঠ বাজেয়াপ্ত করল বনদফতর... শুরু রাজনৈতিক তরজা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কামাখ্যাগুড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতে সরকারি জমির শিশুগাছ কেটে বিক্রি, অভিযানে বক্সা টাইগার রিজার্ভ ও বনদফতর কাঠ বাজেয়াপ্ত করে, শুরু রাজনৈতিক তরজা.
রাজকুমার কর্মকার, কামাখ্যাগুড়ি: সরকারি জায়গায় থাকা বহুমূল্য শিশুগাছ কেটে বিক্রি করার অভিযোগ কামাখ্যাগুড়িতে। কাঠগড়ায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। খবর পেয়ে অভিযান করে বক্সা টাইগার রিজার্ভ। কাঠ বাজেয়াপ্ত করল বনদফতর। শুরু রাজনৈতিক তরজা।
একদিকে সরকারি জমি। সেই জমিতে বড় প্রাচীন গাছ বিক্রি করল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। খলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেই গ্রাম পঞ্চায়েত অধীন এক সরকারি জমিতে দীর্ঘ কয়েক বছরের পুরনো শিশু গাছ কেটে পনেরো হাজার টাকার বিনিময়ে বিক্রি করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও অবৈধভাবে গাছ কাটা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। পাল্টা বিষয়টি নিয়ে উপপ্রধান দাবি করেন, প্রাচীন গাছ ছিল। গ্রাম পঞ্চায়েত মিটিং করেই গাছ কেটেছে। মানুষের সুবিধার্থে গাছ কাটা হয়েছে ।
advertisement
এদিন সকালে আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাগুড়ি এলাকায় খাস জমি থেকে গাছগুলি কাটা হয় এবং তড়িঘড়ি গাছগুলি পাশ্ববর্তী কাঠ মিলে নিয়ে যাওয়া হয়। পরে কাঠগুলি বাঁশ ঝোপে লুকিয়ে রাখা হয়। খবর পেয়ে বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছোয়। বনদফতরও পৌঁছে বাজেয়াপ্ত করে কাঠগুলি। ঘটনায় কাউকে গ্রেফতার করেনি বনদফতর। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহুমূল্য শিশুগাছ কেটে বিক্রি! কাঠ বাজেয়াপ্ত করল বনদফতর... শুরু রাজনৈতিক তরজা