#আসানসোল: শতাব্দী প্রাচীন স্কুলে ৫ দিন ধরে বন্ধ মিড ডে মিল। স্কুলে এসেও খাবার পাচ্ছেন না পড়ুয়ারা। ছাত্রসংখ্যা হাজারের বেশি হলেও, পড়ুয়াদের হাজিরা রোজই কমছে কুলটি বয়েজ হাইস্কুলে। সমস্যা বাড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে প্রধানশিক্ষকের অনুপস্থিতি।শতবর্ষপ্রাচীন এই স্কুলের ছাত্র সংখ্যা সহস্রাধিক। আচমকা মিড ডে মিল বন্ধ হয়ে যাওয়ায় উপস্থিতির সংখ্যা ক্রমশঃ কমছে। শুক্রবার স্কুলে গিয়ে মিড ডে মিলের রান্না ঘরের যে দৃশ্য দেখা গেল তা রীতিমতো আঁতকে ওঠার মতো। রান্নাঘরের ভেতরেই রয়েছে খোলা চওড়া নর্দমা। নোংরা জল জমা হয়ে আছে তাতে। ঠিক এর পাশেই ইঁটের উনুনে চলে শিক্ষার্থীদের জন্য রান্নার কাজ। খাবারের মান নিয়েও প্রশ্ন তুললেন পড়ুয়ারা। তাদের দাবী সপ্তাহে একদিন অর্ধেক ডিম সঙ্গে ভাতের দেওয়া হয়। অন্য দিনগুলোতে জোটে সোয়াবিন বড়ির ঝোল আর ডাল - ভাত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kulti, Midday Meal