Footpath Eviction: পুরসভার পর এবার পঞ্চায়েত এলাকাতেও দখলমুক্ত অভিযান শুরু

Last Updated:

Footpath Eviction: দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড, মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই ফুটপাত দখলমুক্ত করার এই উচ্ছেদ অভিযানে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন

+
পৌরসভার

পৌরসভার পর এবার পঞ্চায়েতে হকার উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন

উত্তর ২৪ পরগনা: পুর এলাকার পর এবার পঞ্চায়েত এলাকায় শুরু হল জবরদখল মুক্ত অভিযান। হাসনাবাদ-১ ব্লকের চৌমাথা এলাকায় বেআইনিভাবে ফুটপাত দখল করে বসে থাকা হকারদের তুলে দিয়ে পথচারীদের জন্য রাস্তা ফেরানোর অভিযানে নামল জেলা প্রশাসন।
দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড, মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায়ের ঘোষণার পরপরই ফুটপাত দখলমুক্ত করার এই উচ্ছেদ অভিযানে নামল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজি, হাসনাবাদ থানার আইসি সহ পুলিশ প্রশাসন।
advertisement
advertisement
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই অভিযান শুরু করা হয়েছে। প্রশাসনিক করতে জানিয়েছেন প্রথমে ফুটপাতে বসে থাকা হকারদের উঠে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। তারপরেও যারা কথা শুনবে না তাদেরকে তুলে দেওয়া হবে।
এদিকে হাসনাবাদের হকাররা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আরও কিছুটা পিছিয়ে যেতে বলা হয়েছে। তাঁরা সেটাই করবেন। কারণ তাঁদের জন্য পথচারীদের অসুবিধা হোক সেটা চান না বলে জানান। যদিও বেশ কিছু হকার জানিয়েছেন, কোন‌ওরকমে রাস্তার উপরে বসে ব্যবসা করছিলাম। কিন্তু এর ফলে সেই ব্যবসাটাই হয়ত বন্ধ হয়ে যাবে। ফোনে কী করে সংসার চলবে তা বুঝতে পারছেন না বলে গভীর চিন্তা প্রকাশ করেন।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Footpath Eviction: পুরসভার পর এবার পঞ্চায়েত এলাকাতেও দখলমুক্ত অভিযান শুরু
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement