Football Match: মালাবদল করে শুরু ফুটবল ম্যাচ!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Football Match: মালাবদলের মাধ্যমে এলাকার ছেলেদের বাবা ও মেয়েদের বাবা দু'পক্ষের মধ্যে আয়োজিত হল ফুটবল ম্যাচ
উত্তর ২৪ পরগনা: মালাবদল করে শুরু হল ফুটবল খেলা! ছেলে ও মেয়ে দু’পক্ষের বাবাদের ফুটবল প্রতিযোগিতা এমনভাবেই সূচনা হল সুন্দরবনে। এমন অভিনব ব্যাপার সকলেরই নজর কেড়েছে।
মালা বদলের মাধ্যমে এলাকার ছেলেদের বাবা ও মেয়েদের বাবা দু’পক্ষের মধ্যে আয়োজিত হল ফুটবল ম্যাচ। উওর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের ১৩ নম্বর স্যান্ডেলের বিল গ্ৰামে আয়োজিত ফুটবল ম্যাচ এইভাবেই সকলের আকর্ষণ কেড়ে নেয়। জানা গিয়েছে, এলাকায় ৩০-৩৫ বছর ধরে হচ্ছে এই খেলা। এই খেলায় আগে পুরষ্কার ছিল ট্রফি, শিল্ড, নগদ টাকা। এবারের প্রধান আকর্ষণ বদলে গিয়ে নতুন এই মালাবদলের বিষয়টি যুক্ত হয়েছে। একেবারে বিয়ের আদলে মালা বদল করার পর খেলা শুরু হয়।
advertisement
advertisement
এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে দুটি দল। দুই দলেই ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। তবে ম্যাচে শেষ পর্যন্ত ছেলেদের বাবাদের কাছে মেয়েদের বাবারা পরাজিত হয়। সুন্দরবনের বিভিন্ন দ্বীপের বাসিন্দারা এসে এক জায়গায় জড়ো হয়ে এই অভিনব ফুটবল ম্যাচ উপভোগ করেন। মাঠের চারিপাশে রীতিমত মেলা জমে যাওয়ার মত পরিস্থিতি হয়েছিল।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2024 9:45 PM IST