Food: ইলিশের কচুরি-ম্যাঙ্গো পাটিসাপটা-চিকেন ঘুগনি-ডাবের জলে পায়েস! খাবেন? নবনীতার দোকানে চলে যান...

Last Updated:

Food: ইঞ্জিনিয়ারিং ছেড়ে খুলেছেন পিঠের দোকান, লাভের মুখ দেখছেন নবনীতা। অপূর্ব সব খাবার, আপনি খাবেন?

+
পাটিসাপটা

পাটিসাপটা

বীরভূম: ইলিশ মাছ নাম শুনলেই যেন জিভে জল আসে সকলের। মূলত পদ্মার ইলিশ যেমন দেখতে অতুলনীয় তেমনই স্বাদেও অনবদ্য।তাই দুপুরের গরম ভাতে ইলিশ মাছের ঝাল দেওয়া বা কলার পাতা মুড়ে ইলিশ মাছ ভাপা হলে একথালা ভাত নিমেশের মধ্যেই গায়েব হয়ে যায়। শুধু তাই নয় এখন যে কোনও বিয়ের বাড়ি অনুষ্ঠান হোক বা অন্য কোনও অনুষ্ঠানে ইলিশ মাছের বিভিন্ন পদ রান্না ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
তবে ইলিশ মাছের ঝাল দেওয়া অথবা ভাপা তো অনেক খেয়েছেন তবে কোনওদিন খেয়ে দেখেছেন ইলিশ মাছের কচুরি। শুধু তাই নয়, এর পাশাপাশি চিংড়ি, ভেটকি এমনকি হিংসুটির কচুরিও মিলছে এখানে।
আরও পড়ুন: প্রেম ছাড়া জীবন কাটে নাকি! ২০২৫ সালে কেমন যাবে আপনার প্রেম-সম্পর্কের ভাগ্য? জানুন জ্যোতিষকথা
এর জন্য আপনাকে আসতে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলাই। যেখানে পিঠে বিলাস এর কর্ণধার নবনীতা চট্টোপাধ্যায় চক্রবর্তী ২০১৩ সাল থেকে বিভিন্ন ধরনের পিঠে পুলি সঙ্গে কচুরি বানাচ্ছেন। শুধু তাই নয় রাজ্য ও হস্তশিল্প মেলা থেকে স্বীকৃতি লাভ করেছে নবনীতার এই পিঠেবিলাস। নবনীতা নিজের হাতে বানাচ্ছেন ভেটকি, চিংড়ি, মাখন, ভেটকি, ভাঁপা ভেটকি দিয়ে পাটিসাপটা।
advertisement
advertisement
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ৬৩ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
এ পাশাপাশি বানাচ্ছেন অরেঞ্জ পাটিসাপটা, ম্যাংগো পাটিসাপটা। ৩৬৫ দিন তিনি বানান নলেন গুড়ের বিভিন্ন ধরনের পিঠে। প্রসঙ্গত, ২০১৯ সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হয়েছে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে। আর সেই পৌষ মেলায় আপনি ঢোকার মুহূর্তেই দেখতে পাবেন নবনীতার এই পিঠে বিলাসের এক অনন্য স্টল। আপনি সকালের টিফিন করতে চাইলে এখানে পেয়ে যাবেন চিংড়ি মাছের পুরি সাথে চিকেন ঘুগনি।
advertisement
এর সঙ্গে যদি মিষ্টি জাতীয় কিছু খেতে চান তাহলে পেয়ে যাবেন ডাবের জল দিয়ে তৈরি পায়েস। তাই এই খাবারের আনন্দ উপলব্ধি করতে গেলে আজই চলে আসুন বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা। হাতে আর মাত্র এক দিনের সময়। অন্যদিকে, খাদ্যরসিক এক মহিলা জানান, তিনি এই মেলা ঘুরতে এসেছিলেন তবে হঠাৎ-ই এই ষ্টলের দিকে নজর আছে তার। বিভিন্ন ধরনের পিঠেপুলির সঙ্গে কচুরি নজর করে মহিলার তাই তিনি টুক করে অর্ডার দিয়ে দেন চিংড়ি মাছের পুরি, সঙ্গে ডাবের জল দিয়ে তৈরি পায়েস।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food: ইলিশের কচুরি-ম্যাঙ্গো পাটিসাপটা-চিকেন ঘুগনি-ডাবের জলে পায়েস! খাবেন? নবনীতার দোকানে চলে যান...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement