Food Festival: ফুচকা থেকে বিরিয়ানি, ছাত্রীদের হাতের রান্নায় মাত সবাই!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Food Festival: কিছুদিন আগেই বাল্য বিবাহ রোধ করার কাজে উদ্যোগী হয়ে বিদ্যালয়ের ছাত্রীর বিয়ে রুখে দিয়েছিল সহপাঠীরা। এর ফলে জেলা প্রশাসনের থেকে কন্যাশ্রী দিবসে পুরস্কৃত হল সুত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব
নদিয়া: কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল খাদ্য মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এক অন্যতম প্রকল্প এই কন্যাশ্রী। সেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগেই এবার নদিয়ার শান্তিপুর সুত্রাগড় গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হল একদিনের খাদ্য মেলা ও রাখি বন্ধন উৎসব।
কিছুদিন আগেই বাল্য বিবাহ রোধ করার কাজে উদ্যোগী হয়ে বিদ্যালয়ের ছাত্রীর বিয়ে রুখে দিয়েছিল সহপাঠীরা। এর ফলে জেলা প্রশাসনের থেকে কন্যাশ্রী দিবসে পুরস্কৃত হল সুত্রাগড় গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব।
আরও পড়ুন: সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ফ্রিজ খারাপ, রক্তের জন্য হাহাকার
এই মেলায় ছিল প্রায় ৩০ টি খাবারের স্টল। ছাত্রীরা নিজেদের বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে বিদ্যালয়ে সাজিয়েছিল পসরা। খাদ্য তালিকায় ছিল বিরিয়ানি, চিকেন চাপ, রুটি, আলু কাবলি, ফুচকা, পকোড়া, নানারকম রকমারি পিঠে সহ আরও কত কী! তবে অন্যান্য দিনের থেকে এই মেলার দিনটিকে উপভোগ করতে ছাত্রীদের উপস্থিতিও চোখে পড়ার মত ছিল। সকলেই টিফিনের টাকা দিয়ে মেলা থেকে কিনে খায় হরেক রকম খাবার। তবে শুধু ছাত্রীরাই নয়, খাবার খেলেন বিদ্যালয়ের দিদিমনিরাও। ছাত্রীদের রান্নার প্রশংসাও করেন।
advertisement
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 6:56 PM IST