ফুলে ফুলে ভরে থাকত মাঠ, এখন দেখলে কান্না পাবে! চাষিদের পরিস্থিতি ভয়ঙ্কর, পুজোর আগে বিরাট চ্যালেঞ্জের মুখে উদ্যোক্তারাও

Last Updated:

কয়েক মাস ধরে নিরন্তর বর্ষণ আর ইছামতি সহ একাধিক নদীর জলবৃদ্ধি যেন ভয়াবহ আঘাত হেনেছে কৃষিজমিতে। বন্যার জলের প্রভাবে চাষের জমি তলিয়ে যাওয়ায় ফুল চাষে বিপর্যয় নেমে এসেছে।

+
জলে

জলে বিপর্যস্ত ফুল গাছ 

স্বরূপনগর, জুলফিকার মোল্যা: জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী, পুজো হোক বা শুভ হালখাতা—প্রতিটি শুভ মুহূর্তের সাজসজ্জা যেন অসম্পূর্ণ থেকে যায় ফুল ছাড়া। আর এই চাহিদার বড় অংশটাই মেটান রাজ্যের ফুল চাষিরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরও ফুল চাষের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষত গাঁদা ফুলের ক্ষেত এখানে বড় অংশজুড়ে দেখা যায়।
কিন্তু গত কয়েক মাস ধরে নিরন্তর বর্ষণ আর ইছামতি সহ একাধিক নদীর জলবৃদ্ধি যেন ভয়াবহ আঘাত হেনেছে কৃষিজমিতে। বন্যার জলের প্রভাবে চাষের জমি তলিয়ে যাওয়ায় ফুল চাষে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে স্বরূপনগরের গাঁদা ফুলের ক্ষেতগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার কৃষকদের অভিযোগ, অনেক জমিতে তাজা গাছে সবে ফুল আসতে শুরু করেছিল। কিন্তু সেই সময় থেকেই টানা বৃষ্টি শুরু হয়। ফলে ক্ষেতের গোড়ায় জল জমে গাছ পচে ও শুকিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন চাষের খরচ উঠে আসছে না, তেমনই নষ্ট হচ্ছে কৃষকদের দীর্ঘদিনের পরিশ্রম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় অনেক কৃষকদের আশঙ্কা, যদি দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হয় এবং জমির জল নেমে না যায়, তবে আসন্ন উৎসবের মরশুমে ফুলের যোগান মারাত্মকভাবে ব্যাহত হবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন ফুল ব্যবসায়ীরাও, আর সবচেয়ে বড় আঘাত আসবে সাধারণ মানুষের পকেটের উপর। অতএব, স্বরূপনগরের ফুল চাষিদের মুখে এখন একটাই প্রশ্ন— কবে মুক্তি মিলবে এই জলবদ্ধতা ও ক্ষতির চক্র থেকে?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফুলে ফুলে ভরে থাকত মাঠ, এখন দেখলে কান্না পাবে! চাষিদের পরিস্থিতি ভয়ঙ্কর, পুজোর আগে বিরাট চ্যালেঞ্জের মুখে উদ্যোক্তারাও
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement