West Bengal Flood Situation: ভেঙেছে একাধিক বাঁধ, দক্ষিণবঙ্গে কড়া নাড়ছে বন্যা! ঘরছাড়া হাজার হাজার মানুষ

Last Updated:

West Bengal flood situation: বুধবার আরও ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।

বন্যার আশঙ্কা বাড়ছে।
বন্যার আশঙ্কা বাড়ছে।
কলকাতা: বুধবার আরও ৩ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মাইথন এবং পাঞ্চে জলাধার থেকে। ক্রমশ বাড়ছে বন্যার আশঙ্কা। সরকার ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।
ডিভিসির জল ছাড়ার দরুণ এখনও পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে ১২ হাজার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, বীরভূম জেলার ২ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৩ হাজার, হাওড়া জেলা থেকে ৪ হাজার লোককে নিরাপদ স্থানে সরানো হয়েছে। একাধিক নদীর বাঁধ ভেঙেছে। সেচ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু হয়।
advertisement
advertisement
সেই সঙ্গে সন্তানসম্ভবা মহিলাদের অবিলম্বে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির আরামবাগ ও খানাকুল নিয়ে চিন্তিত নবান্ন। আজ সন্ধের মধ্যে হাওড়ার আমতা এলাকার একাধিক জায়গায় জল ঢুকে যাবে। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চলছে নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে।
advertisement
জল বাড়ছে হাওড়ার আমতা, উদয়নারায়নপুর এলাকায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর থেকে আরও মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। বাড়ানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলের কর্মী পরিমাণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Flood Situation: ভেঙেছে একাধিক বাঁধ, দক্ষিণবঙ্গে কড়া নাড়ছে বন্যা! ঘরছাড়া হাজার হাজার মানুষ
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement