North 24 Parganas News:ভেঙে পড়ল একের পর এক বাড়ি, টানা ১৫ দিন জলের তলায় গ্রাম! ক্ষোভ বাড়ছে স্বরূপনগরে

Last Updated:

স্বরূপনগর এর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ইছামতি যমুনা এবং পদ্মা নদী, লাগাতার বৃষ্টির কারণে নদীতে জল বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্বরূপনগরে।

+
সরুপনগরে

সরুপনগরে বন্যা পরিস্থিতি 

উত্তর ২৪ পরগনা: নিম্নচাপের জেরে এখনও বৃষ্টির কোনও বিরাম নেই যার ফলে স্বরূপনগরে বন্যার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার স্বরূপ নগর এর বিস্তীর্ণ অঞ্চল চলে গিয়ছে জলের তলায়৷
লাগাতার বৃষ্টির কারণে ইছামতি, যমুনা এবং পদ্মা নদীতে জল বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্বরূপনগরে। ত্রিপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, শুগুনা গ্রাম পঞ্চায়েত, চারঘাট গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অঞ্চল বন্যা পরিস্থিতির কবলে পড়েছে৷
advertisement
advertisement
চারঘাট গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া গ্রামে পরিস্থিতি ভয়াবহ৷ প্রায় এক হাজার বাড়িঘর জলের তলায়। সাধারণ মানুষের অভিযোগ ১৫ থেকে ১৬ দিন এই বন্যা পরিস্থিতি তৈরি হলেও এখনও পর্যন্ত তাঁরা কোনো রকম সরকারি  পরিষেবা পাননি।  সরকারিভাবে কোন আশ্রয়ের ব্যবস্থাও করা হয়নি৷
advertisement
স্থানীয়দের আরও অভিযোগ এখনও পর্যন্ত কোনও ত্রিপলের ব্যবস্থা করা হয়নি, কোন ত্রাণের ব্যবস্থাও নেই। যার জেরে ক্ষোভে ফেটে পড়েছে  দেয়াড়া গ্রামের মানুষ৷
গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, ‘‘আমরা বিডিও সাহেবকে জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা করব।’’ স্বরূপনগর বিডিও এই প্রসঙ্গে জানান, ‘‘আমরা সব জায়গায় ত্রাণ পৌঁছাতে পারিনি এবং ত্রিপল দেওয়াও সম্ভব হয়নি। কিছু কিছু করে সকলকেই সাহায্য করার চেষ্টা করছি।  যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।’’
advertisement
তবে স্থানীয় মানুষের অভিযোগ, ১৫ থেকে ১৬ দিন গ্রামের মানুষ জলের তলায় বসবাস করছে, তাদের পাশে সরকারিভাবে কোন প্রশাসনের দেখা নেই, তারা অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছেন জলের তলায়।
একাধিক মাটির বাড়ি কেন? সেই নিয়ে  সংবাদ মাধ্যম প্রশ্ন করলে স্থানীয়রা জানান, ‘‘আমরা কোনও ঘর এখনও পর্যন্ত পাইনি। অর্থাৎ সরকারের সব রকম সুযোগ সুবিধা থেকে তাঁরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন জানিয়েছেন ।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News:ভেঙে পড়ল একের পর এক বাড়ি, টানা ১৫ দিন জলের তলায় গ্রাম! ক্ষোভ বাড়ছে স্বরূপনগরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement